Currently set to Index
Currently set to Follow
Books

তুমিও জিতবে বই রিভিউ – YOU CAN Win Pdf in Bengali

YOU CAN WIn pdf book bangla

 শিব খেরার “তুমিও জিতবে ” বইয়ের বুক রিভিউ:

সাফল্য আর সার্থকতার জন্য মূল্যবোধের সাথে তথ্য থিউরি আর পরিসংখ্যান আমাদের দারুন সমৃদ্ধ করে। এসব বেশির ভাগই বইয়েই থাকে। তাই বইকে সবার সামনে আকর্ষণীয় করে তুলে ধরার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
এবার “তুমিও জিতবে ” নিয়ে বলছে – কিশোরগঞ্জের ছেলে, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র, স্নেহের সোহানুর রহমান সোহান। বইটি সবাই সংগ্রহে রাখতে পার, উপহার হিসেবেও মন্দ না। দামও কমই আছ (১৩২টাকা মাত্র )।
সবার কাছে বই পৌছে দেয়ার এই কাজে সকলের আন্তরিক সহযোগিতা হৃদয় থেকেই প্রত্যাশা করি.
  • বইয়ের নামঃ তুমিও জিতবে বই রিভিউ: (you can win)
  • লেখকঃ শিব খেরা
  • type- আত্মউন্নয়নমূলক বই pdf
  • প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৭
  • মূলাট মুল্যঃ ২০০ টাকা

“আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে শিব খেরার দেওয়া উদাহরণ ও পথনির্দেশিকাগুলো যেগুলোর সাহায্যে আমাদের ব্যক্তিগত জীবনে বা কর্মক্ষেত্রে এমন সব পরিবর্তন ঘটাতে পারি যা আমরা অনেকেই আনতে চাই কিন্তু সবসময় কার্যকর করতে বা ধরে রাখতে পারি না।”

“সাফল্যের অর্থ ব্যর্থতার অনুপস্থিতি নয় বরং এর অর্থ চূড়ান্ত লক্ষ্যের সিদ্ধি।এর অর্থ যুদ্ধে জয়লাভ, প্রত্যেকটি লড়াইয়ে নয়।”

“আমাদের ভিতরে কি নেই সেটা না ভেবে কি আছে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। আমাদের ভিতরে যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হলো আমাদের পজিটিভ মানসিকতা।”

বই রিভিউ 3: তুমিও জিতবে শিব খেরা।
প্রধান তিনটি উপাদান আমাদের মনোভাব গঠন করতে সাহায্য করে। সে উপাদান তিনটি হলোঃ
১। পরিবেশ
২। অভিজ্ঞতা
৩। শিক্ষা
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও মানুষ সফল হতে পারে যদি তার মধ্যে নিম্নোক্ত গুণাবলী থাকে-
১.চরিত্র
২. দায়বদ্ধতা
৩. দৃঢ়বিশ্বাস
৪. সৌজন্যবোধ
৫.সাহস

তুমিও জিতবে বই ডাউনলোড pdf

জ্ঞানই শক্তি
আমরা প্রায়ই শুনি জ্ঞানই শক্তি। ঠিক তা নয়। জ্ঞান শক্তির উৎস। জ্ঞান হচ্ছে তথ্যের সমাহার। এই জ্ঞানকে শক্তিতে রুপান্তরিত করা হয়, যখন তা যথাযথ ভাবে প্রয়োগ করা হয়। যে মানুষ পড়তে জানে না আর যে পড়তে জেনেও পড়ে না তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই।
জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো কতটা খাওয়া হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে না- কতটা হজম হচ্ছে তার উপর স্বাস্থ্য নির্ভর করে।
জ্ঞান শক্তির উৎস, আর প্রজ্ঞা,যা জ্ঞানের নির্যাস আর সেটাই প্রকৃত শক্তি।
অসাধারণ অভিজ্ঞতা ও দৃষ্টান্তে ভরপুর বইটি।
আপনি পড়তে পারেন। আপনার চিন্তার জগৎ কে করবে বিকাশিত।
তুমিও জিতবে বইটি পড়ার জন্য অগ্রিম ধন্যবাদ। মাত্র ২৭০ পৃষ্ঠার বই। প্রতিদিন ৩০ পৃষ্ঠা করে পড়তে পেরেছি.
or

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker