টেকনোলোজি

Windows 11 এ যেভাবে পুরাতন স্টার্ট মেনু ফিরিয়ে আনবেন!

Windows 11 এ যেভাবে পুরাতন স্টার্ট মেনু ফিরিয়ে আনবেন!

Win+R চেপে Run Command ওপেন করুন। (Image 2)
“Regedit” লিখে এন্টার চাপুন। (Image 2)
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionExplorerAdvanced [Registry Editor হতে এই ফাইল পাথ খুঁজে বের করুন।] (Image 3)
মাউসে Right-click করুন এবং একটি DWORD (32-bit) value ফাইল create করুন। (Image 3)
ফাইলটির নাম দিন “Start_ShowClassicMode” (Image 4)
ফাইলটির value সেট করুন 1, ওকে চাপুন। (Image 4)
এবার আপনার পিসি রিস্টার্ট করুন।
Taskbar Settings এ গিয়ে Alignment “Left” করে দিন। Image 5 and 6)
উপভোগ করুন Classic Start Menu!
আবারও Modern Start Menu তে ফিরতে চাইলে Registry Editor থেকে ‍”Start_ShowClassicMode” ফাইলটি ডিলিট করে পিসি রিস্টার্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker