Web design full Youtube Course Playlist

CSE , None CSE নিয়ে বিতর্কের কোনো যুক্তিই নেই । বাংলাদেশের IT Sector এগিয়ে যাচ্ছে , তরুন প্রজন্মের আগ্রহ, ভালোবাসা, চেষ্টা আর দক্ষতার কারনে। কোনো কাগজের সার্টিফিকেটের জোড়ে নয়।
…………
সার্টিকিকেট নিয়ে অহংকারের কিছু নেই । দক্ষতা, জ্ঞান, চেষ্টাই আপনার প্রকৃত সম্পদ , সেটাকে ভালোবাসতে শিখুন, সেটা নিয়ে অহংকার করতে শিখুন ।
……
মানুষের প্রতিটি চেষ্টার মুল্য আছে, হোক সেটা ছোট কিংবা বড়, হোক সেটা ভুল কিংবা সঠিক। ছোট ছোট বালি কনা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। so, লেগে থাকুন। জয় আপনার হবেই,,,
1st Step Guide: আপানার শুরু করতে হবে HTML দিয়ে এর পরে CSS শিখতে হবে। HTML এবং CSS দিয়ে নিজে নিজে কিছু পেজ ডিজাইন করবেন। যেমন ই হোক। এরপরে বুটস্ট্রাপ টা শিখে ফেলবেন। বুটস্ট্রাপ টা শিখা হলে আগের পেজ গুলারে বুটস্ট্রাপ দিয়্ ডিজাইন করবেন। এর পরে javascript শিখবেন। জভাস্ক্রিপ্ট শিখা হলে আপনি রিএক্ট শিখবেন এই পর্যন্ত শিখতে পারলে আপনি পুচকা লেভেলের ফ্রন্ড এন্ড ডিজাইনার হবেন। এই পর্যন্ত আসলে বাকিটা আপনিই বুঝে যাবেন।
Youtube Channel Name: KH BipU
(১)
Sun Rising Animation Using Only HTML And CSS:
(Video: https://youtu.be/wffhTLUpLEM
Code file: https://github.com/bipu1105/04.Sun-Rising-Animation)
(২)
(video: https://www.youtube.com/playlist?list=PLePDVSyI32SFNQ-7uWAKYztR_M1v_ogBA
& Source file: https://github.com/bipu1105/unwaterAnimation)
()
Download button animation using html css and javascript
(https://youtu.be/MvzMXO-WQeQ & https://github.com/bipu1105/download-button)
এরকম আরো অনেক ভিডিও পাবেন এ চ্যানেলে।
অনেকদিন ধরেই ভাবছিলাম যে Laravel এর 7 & 8 একবার ঘেটে দেখবো কি কি বড় পরিবর্তন প্রয়োগ করা হইছে সেটা এক নজর দেখতে।
যা বুঝলামঃ
Laravel 7 হল টানা কয়েকবছর ধরে ধীরে ধীরে আপডেট করা Old Patterned & Structured লারাভেল এর শেষ ভার্সন। অর্থাৎ এই ভার্সন পর্যন্ত সেই ২০১৫ থেকে শেখা শুরু করা Laravel প্রায় একই রকম থাকাতে নতুন খুব বেশি কিছু প্যাড়া যোগ হয় নাই। Livewire অপশনাল বলে ডেভেলপমেন্ট এ পরীক্ষামুলক অনেক কিছুই করার সুযোগ আছে।
Laravel 8 নিয়ে খুব বেশি কিছু বলার সুযোগ নাই। কারন এরকম ভিন্ন গ্রহের Laravel এর সাথে হুট করেই যেন দেখা হয়ে গেল যাকে চেনা মনে হলেও আসলে ব্যাপক ভাবে পালটে যাওয়া সে। কম্পোনেন্ট এর সাথে আরও অনেক কিছুর যোগ মিশ্রন দেখে মাথা ঘুরান্টি খাচ্ছে এখনো। আমি এই লারাভেল কে এখনো চিনতে পারি নাই।
যাই হোক, যে উদ্দেশ্যে এত কিছু লিখা তা হল, আমি এখনো লারাভেল 5,6,7 এর প্রোজেক্ট গুলোতে পুরনো ভার্সন হয়ে যাওয়ায় বড় কোন সমস্যায় পরি নাই। যেভাবে লারাভেল আগাচ্ছে তাতে করে এখন হঠাত শংকা জাগছে লাইভ প্রজেক্ট এই ভার্সন গত ভিন্নতার কারনে কি বড় কোন সমস্যায় পড়তে পারে? যারা অভিজ্ঞ অনেক তারা হয়তো বলতে পারবেন ভাল কিন্তু যে কেউ যারা এ বেপারে নিশ্চিত জ্ঞান রাখেন একটু জানাবেন প্লিজ।
All the old version (5,6,7) projects are running well, so i thought it’s not gonna be a red issue within years. But recent too fast changes make me somewhat worried. Please, reply if anyone have enough knowledge about this fact.
Thanks.
Bootstrap:
এই ভিডিও তে আমি বুটস্ট্র্যাপ দিয়ে যে ওয়েবসাইট টা তৈরী করেছিলাম তার ২য় পার্ট আপলোড করলাম। এই ভিডিও তে আমি সবকিছু ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করেছি, বুটস্ট্র্যাপ এর গ্রীড কীভাবে কাজ করে, প্রোগরেস বার কিভাবে স্টাইল করতে হয় , ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে কী কী জিনিষ মাথায় রাখতে হবে –এই সবকিছু বুঝিয়ে দেয়া হয়েছে আশা করি ভালো লাগবে , ধন্যবাদ।
কারো ভালো না লাগলে প্লীজ ইগ্নোর করবেন, বাজে কমেন্ট করবেন না
How to Make a Modern Website using Bootstrap in Bangla
Part-1
Part-2
Javascript:
JavaScript এ ES6 থেকে আরো বেশ কিছু Data Structure এসেছে তার মধ্যে Set & WeakSet উল্লেখযোগ্য। আমরা সচরাচর এগুলো নিয়ে কাজই করিনা কারণ এগুলো যে JavaScript এ আছে এটাই অনেকে জানেন না। যাইহোক, এই ভিডিওতে আমি এই দুটো ঘুমিয়ে থাকা Data Structure কি, Syntax, Usage & Characteristics কি এগুলো নিয়ে আলোচনা করেছি। জানা থাকলে হয়তো কাজে লাগবে।
Video Link – https://www.youtube.com/watch?v=ACmxamCZrWg
Complete Playlist – https://www.youtube.com/watch?v=PWXkYBmlbB4&list=PLHiZ4m8vCp9MFjMRp9EEHWKArbi0wdgXG
Awesome 3d Animation with Javascript:
জাভাস্ক্রিপ্ট ফুল টিউটোরিয়াল:
https://m.youtube.com/watch?v=aXFsViZOaZ0&feature=youtu.be
PHP:
JavaScript basic and jquary basic. Then any programming language. Here is available PHP Tutorial for Beginners Full Bangla: https://www.youtube.com/playlist?list=PLedDpEU-CZz8ZdTkRf0R6fI2UetvinrDi
PSD to HTML:
PSD to HTML দিয়ে আয় করুন:
https://www.youtube.com/watch?v=idZ6PegA4Vc&list=PLSNRR4BKcowB_4GEaKQMytLgddc9-PZ0x
মোবাইলেই চালান vs code
জ্বি ভাই আপনি আপনার ফোনেই vs code চালাতে পারবেন।এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে VHeditor অ্যাপ টি ডাউনলোড করতে হবে ।এবার অ্যাপ এ ঢুকে install server এ ক্লিক করুন। সার্ভার ইনস্টল হওয়ার পড়ে স্টার্ট সার্ভার এ ক্লিক করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত vs code। ল্যান্ডস্কেপ মোড এ চালানোর চেষ্টা করবেন আর এক্সটার্নাল কীবোর্ড আর মাউস থাকলে ভালো হয়।
বি:দ্র: সব ফোনো এটা সাপোর্ট করবে না কারন এটা xapk ফাইল।
এছাড়াও, acode এপ ব্যবহার করে দেখতে পারেন।
Complete Playlist link – https://www.youtube.com/watch?v=CHnTTzD1pAQ&list=PLHiZ4m8vCp9PgOOjdyNpc6AoBmKNrp_u3
যারা JavaScript দিয়ে career তৈরী করতে চান এবং Enterprise grade এর application / software Development করতে চান, তাদের জন্য TypeScript শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন একটা Programming Language যেটা শুরুতে শিখতে গেলে regular JavaScript Programmer এর বিরক্ত লাগে! আমারও লেগেছিল। কিন্তু যদি এটা নিয়ে এক দুইটা project করে ফেলেন, দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন এবং আর কখনোই পিছে ফিরে তাকাতে হবেনা। Job Market এ TypeScript এর skill এর demand অনেক বেশি। এসব কিছু consider করে, JavaScript Developer যারা TypeScript শিখতে চান তাদের শুরু করার জন্য এবং ভয় কাটানোর জন্য ১৫ পর্বের একটা complete playlist বানিয়ে দিলাম। আশা করি উপকারে আসবে Beginner দের। #learnwithsumit