সেরা নাটক: valobasha 101 natok watch & download

টেলিফিল্মঃ ভালোবাসা ১০১
পরিচালকঃ রেদোয়ান রনি
অভিনয়েঃ সিয়াম আহমেদ,মিশু সাব্বির,সালমান মুক্তাদির,সায়েম সাদাত,টয়া,মেহজাবিন,সাফা কবির আরো অনেক ভালো ভালো অভিনেতা।
ভালবাসা ১০১ নাটক রিভিউঃ
এয়ারটেল প্রেজেন্ট ২০১৪ এর দিকে যে কয়টা টেলিফিল্ম বের হয়েছিল তারমধ্যে আমার কাছে ভালোবাসা ১০১টা বেশি ভালো লেগেছিলো।
টেলিফিল্মটার মিউজিক থেকে শুরু করে সবার অভিনয় ছিল প্রাণবন্ত। এই টেলিফিল্মটা দেখে এত্তো পরিমান হেসেছিলাম,এখনো যখনই দেখি হাসতে হাসতে পেট ব্যাথা হওয়ার উপক্রম। টেলিফিল্মটা আমার খুবই প্রিয় ছিল,আছে থাকবে।
চরিত্রগুলো অনেক গোছালো ছিলো এবং অনেক সুন্দর ভাবেই বন্ধুদের সম্পর্কের খুঁনসুটির মাধ্যমে কাহিনি টেনে নেওয়া হয়েছে।
আফনান,চিন্টু,মিশু,রাইসু চরিত্রের মধ্যে মিশু আর রাইসু চরিত্র দুইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার।
মিশুর বাবুজিইইই বলাটা শুনলেই হাসি আসে।
আর ওদের বন্ধুদের সবচেয়ে যে ডায়লগটা শুনতে ভালো লাগে সেটা হলো কসম-খোদার কসমমম।
আর রাইসুর মতো রাতকানা ড্রাইভার দুএকটা বন্ধুদের মধ্যে থাকলে গাড়ি শেষ। রাইসু এমন একখান ড্রাইভার যে কিনা হাইওয়ে বেশি গাড়ি দেখে চিন্তায় ঘামায় যায়।
মেয়েদের চরিত্রগুলোর মধ্যে আদিবা বেশি কিউট লাগছে আর সবচেয়ে বিরক্তিকর চরিত্র আমার কাছে লেগেছে টিনাকে আর আমার প্রিয় চরিত্র এমিলি। পিংকি চরিত্রটা না থাকার মতো করে আছিলো।
সবশেষে এয়ারটেল প্রেজেন্ট তখন যে কয়টা টেলিফিল্ম বের হয়েছিল সবগুলোই ভালোলাগার মত এবং স্মৃতির অনেকটা জুড়েই রয়ে গেছে। আর আফসোস লাগে এখনো টেলিফিল্মগুলো দেখলে যে সায়েম সাদাতের মতো প্রতিভাবান একজন অভিনেতাকে খুব তারাতাড়িই আমরা হারিয়েছে…
ভালবাসা ১০১ নাটকটি দেখুনঃ