Bangla Subtitleমুভি ডাউনলোড
সর্বকালের সেরা ১০০টি হৃদয়-কাঁপানো ও দম আটকানো থ্রিলার মুভি

Contents
হ্যা বন্ধুরা, আজকের এই মেগা পোস্টে ক্রাইম, সাইকোলজিক্যাল থ্রিলার মুভি সহ অন্যান্য প্রিয় থ্রিলার মুভিগুলোর পূর্ণাঙ্গ লিস্টসহ বিষদ আলোচনা করব।
থ্রিলার মুভি কি?
থ্রিলার মুভি বা চলচিত্র ও টিভি সিরিজের মূল উপাদান হল রহস্যঘন মনস্তাত্বিক অনিশ্চয়তা, উদ্বেগ, ভীষণরকম শ্বাসরুদ্ধকর ভীতিপূর্ণ উত্তেজনা ও উৎকণ্ঠতা।
থ্রিলার মুভির প্রাণবন্ত বিন্যাস দর্শকদের ভীষণভাবে ভয়ানক দুর্দান্ত গতিতে উত্তেজিত করে তোলে, যার মধ্যে থাকে অতিমাত্রায় অপরাধ ও অন্যায় কার্যকলাপ যেমনঃ গুপ্তচরবৃত্তি, সন্ত্রাস, ষড়যন্ত্র ইত্যাদি বিষয়াবলী।
যা দর্শকদের পূর্বানুমান ও পূর্বধারনার অদ্ভুত শক্তিলোপ করে অনিশ্চয়তা, চমক, উৎকণ্ঠা ও ভীতির মত অনুভূতিতে আচ্ছন্ন
করে।
থ্রিলার মুভি ও সাহিত্যের প্রধান শাখা-উপশাখাগুলো
- সাইকোলজিক্যাল থ্রিলার,
- ক্রাইম থ্রিলার,
- ইরোটিক থ্রিলার,
- মিষ্ট্রি থ্রিলার,
- স্পাই থ্রিলার।

সাইকো থ্রিলারের প্রচলিত ধারাগুলি হল মাইন্ড গেম, মনস্তাত্বিক ধারনা, গোপনে কাউকে অনুসরণ, মৃত্যুফাঁদ, কোন ব্যক্তি বিশেষের ব্যক্তিত্বের অস্বাভাবিকতার ভীতি ও উদ্বেগ এবং
নানারকম অবচেতন উপাদান।
ক্রাইম থ্রিলারের ব্যাপক প্রচলিত থিম ও ধরনগুলো মূলত হল, বন্দীত্ব থেকে উদ্ধার, বন্দী করা, চুরি, প্রতিশোধ নেয়া, কিডন্যাপিং ইত্যাদি।
মিষ্ট্রি থ্রিলারের সবচেয়ে প্রচলিত ধারনাগুলো হল, তদন্ত এবং হুডানিট (Whudunit-কে এটা করল) পদ্ধতি।
স্পাই থ্রিলারের কমন থিম হচ্ছে কোন দেশে প্রবেশের হুমকি, গুপ্তচরবৃত্তি,ষড়যন্ত্র, গুপ্তহত্যা ইত্যাদি।
থ্রিলার মুভির বৈশিষ্ট্যসমূহঃ
থ্রিলার মুভির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাসপেন্স (Suspense)। সাসপেন্স হল নায়ক ও তার লক্ষ্যের মাঝে উপস্থিত বাধা বিপত্তি ও দ্বন্দ সংঘর্ষ, যা দর্শকদের উদ্বেগ মিশ্রিত আনন্দদায়ক মোহ বা উত্তেজনায় ঝুলে থাকার অনুভূতি দেয়, সাথে দৃশ্যগুলির চরম রহস্যপূর্ণ আশংকা, অনিশ্চয়তা, পূর্বানুমানক্ষমতা ভাবতে বাধ্য করে যা শেষপর্যন্ত একটি চূড়ান্ত অবস্থায় উপনীত করে।
হলিউড, বলিউড(হিন্দি), তামিল, কোরিয়ান প্রিয় সাইকোলজিক্যাল ও ক্রাইম থ্রিলার মুভি লিস্ট
হলিউড থ্রিলার মুভি
- Shawshank Redemption
- Shutter Island
- Incedies
- Perfume
- Exam
- Primal Fear
- The Matchstick Man
- The Sixth Sense
- Fight Club
স্প্যানিশ থ্রিলার মুভি – spanish thriller movies
- The body (2012)
- thesis (1996)
- sleep tight (2011)
বলিউড / হিন্দি থ্রিলার মুভি
- Special 26 (2013)
- Kahani (2012)
- Samay (2013)
- No Smoking (2007)
- Johnny the Traitor (2007)
- Manorama: Six Feet Under (2007)
- A Wednesday (2008)
- Drishyam (2015)
- Kaun (1999)
- NH10 (2015)
তামিল থ্রিলার মুভি
- YUDDHAM SEI
- ONAAYUM AATTUKKUTTIYUM
- DHURUVANGAL PATHINAARU
- VISHWAROOPAM
- VELLA RAJA
সেরা কোরিয়ান থ্রিলার মুভি
- Memories of Murder (2003)
- I saw the devil (2010)
- Midnight FM (2010)
- Montage (2010)
- Oldboy (2003)
- No mercy (2010)
- The Chaser (2008)
- Mother (2009)
- Seven days (2007)
- The man from nowhere (2010)
বাংলা থ্রিলার মুভি
- বাইশে শ্রাবন (২০১১)
- আয়নাবাজি (২০১৬)
- চতুষ্কোণ (২০১৪)
- এবার শবর (২০১৫)
- চিড়িয়াখানা (১৯৬৭)
Best Thriller Movies with Bengali Subtitle in 2021
১. Shawshank Redemption : একজন ব্যাংকারকে গ্রেফতার করা হয় স্ত্রীকে খুনের দায়ে। আসলেই কি সে খুন করেছিল? জানতে হলে অবশ্যই দেখতে হবে। IMDB তে সর্বকালের সেরা মুভির জায়গাটি দখল করে আছে মুভিটি।

২. Shutter Island : সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে দারুন এক মুভি। লিওনার্দো ক্রপিওর অভিনয় নিয়ে আশা করি কিছু বলা লাগবে না।

৩.: ১+১ =২ । কিন্তু কিছু কিছু সময় ১+১=১। কিভাবে জানতে হলে মুভিটা দেখতে হবে।

৪. Perfume : একজন পারফিউমিস্ট। যে তৈরি পৃথিবীর সবচেয়ে সেরা পারফিউম বানানোর কাজে লেগে পরে। যার জন্য খুন করতে থাকে একজন একজন করে। মুভিতে ন্যুড সিন আছে তাই একা দেখাটাই বুদ্ধিমানের কাজ।

৫. Exam : একটা রুম, আটজন পরিক্ষার্থী, একটা প্রশ্ন, একটাই উত্তর। পারবে কি তারা উত্তর দিতে? জানতে হলে দেখতে হবে মুভিটা।

৬. Primal Fear: ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করা হয় ধর্মযাজককে হত্যা করার দায়ে। আসলেই কি সে খুন করে? জানতে দেখতে হবে শেষ পর্যন্ত।
৭. The Matchstick Man : ১৫ বছর ধরে ডিভোর্স হয়ে যাওয়া একজন ব্যবসায়ী। হটাৎ একদিন তার ১৫ বছরের মেয়ের সাথে পরিচয়। তার মেয়ের জীবন হুমকির মুখে পরে তারই কারনে। শেষটা দেখে দারুন এক ধাক্কা খাবেন।
৮. The Sixth Sense : একটা ছেলে যে কিনা মৃত মানুষদের দেখতে পারে। দারুন এক চমক অপেক্ষা করছে আপনার জন্য।
৯. Fight Club : দুনিয়ার যত সাইকোলজিক্যাল মুভি আছে তার মধ্যে বেস্ট। ইটস মোর দ্যান এ মুভি।
১০. Identity : বৃস্টির রাত। কাকতালীয় ভাবে কিছু মানুষ একটা মোটেলে আশ্রয় নেয়। কিছু সময় যেতে না যেতেই খুন হতে থাকে একজন একজন করে। কিন্তু খুনি কে? জানতে হলে দেখতে হবে মুভিটা। মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে।
১১. One flew over the cukku’s nest : কখনো কমেডি মুভি দেখে হাসতে হাসতে কেঁদে ফেলেছেন? বা মুভি শেষ হওয়ার পর মনে হয়েছে এটা কমেডি মুভি হতেই পারেন? না দেখে থাকলে দেখে ফেলুন।
১২. Triangle: ঘুর্নিপাকে ঘুরতে থাকবেন এ মুভি দেখার পর।
১৩. The illusionist: একজন যাদুকর তার যাদুর মাধ্যমে কিভাবে তার ছোটবেলার ভালবাসাকে রক্ষা করতে চেস্টা করে তা দেখবেন এই মুভিতে।
১৪. Prestige : নোলান সম্পর্কে জানেন যারা তারা ভালভাবেই জানেন কেমন টুইস্ট থাকতে পারে। দুই যাদুকর কিভাবে একজন আরেকজনকে দাবিয়ে রাখবে সে চেস্টা চালাতে থাকে। টুইস্টটা চমকে দিবে আপনাকে।
১৫. Predestination : একজন এজেন্ট যে কিনা টাইম মেশিন ব্যবহার করতে পারে। তাকে খুজতে দেওয়া হয় একজন আসামীকে। এ মুভি দেখে নস্টালজিক হয় নাই এমন মানুষ খুজে পাওয়া যায়নি।
১৬. বাইশে শ্রাবন : সিরিয়াল কিলার নিয়ে ছবি। শেষের টুইস্টটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না।
১৭. আয়নাবাজি : এটা নিয়ে হয়তো কিছু বলা লাগবে না। যারা এখনো দেখেন নাই তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু দেওয়ার নাই।
১৮. Inception : স্বপ্ন। স্বপ্নের মধ্যে আবার স্বপ্ন। তার মধ্যে আবার স্বপ্ন। একবার দেখে না ও বুঝতে পারেন মুভিটা।
১৯. Se7en : সিরিয়াল কিলার নিয়ে। মানসিক ধাক্কা খাওয়ার প্রস্তুতি নিয়ে দেখা শুরু করুন।
২০. No Mercy : প্রতিশোধ! প্রতিশোধ যে কতটা ভয়ংকর হতে পারে এ মুভি না দেখলে বুঝতামই না ।
২১. The Others: এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে এক পুরোনো বাড়িতে থাকে। কিছুদিন পরই তারা আবিষ্কার করে আত্মাদের আনাগোনা। মুভির শেষটা আপনার সম্পুর্ন চিন্তা ভাবনাই পরিবর্তন করে দিবে।
২২. 12 Angry Men : একজন আসামির শাস্তি নিয়ে ১২ জন মানুষের যুক্তির লড়াই।
২৩. The orphanage: হরর থ্রিলার। কিছু বলা যাবে না। বললেই শেষ। নিজেই দেখে নিন।
২৪. The Game : মানষিক ধাক্কা খেতে চান। এই মুভিটি দেখুন। এন্ডিংটা মাথা ঘুরাবে।
২৫. Old boy: একটা মানুষকে কিডন্যাপ করে ১৫ বছর আটকে রাখা হয়। কে তাকে আটকে রেখেছিল কেন রেখেছিল কোনো উত্তরই পায় না। আর সেই উত্তর খুজতে গিয়েই এমন কিছু আবিষ্কার করে যা তার মোটেও জানা উচিত ছিল না। কোনো মানুষের পক্ষেই সেটা হয়তো সহ্য করা সম্ভব না।
এই ২৫ টা মুভির বাইরে যে আর কোন থ্রিলার মুভি নেই তা একদম ভুল ধারণ। বাট এই ২৫ টা মুভি আমার কাছে সেরা লাগে। এখানে কোন মুভি টা ৫ এর ভিতরে কেন নেই অই মুভি ১০ এর বাইরে কেন। এটা নিয়ে কথা না বলাই ভালো। এখানে ২৫ টাই আমার কাছে ১ নাম্বার এ থাকবে৷ তার চেয়ে বরং আপনার কাছে আপনার সব চেয়ে প্রিয় থ্রিলার মুভিটার নাম কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ।