taqdeer movie download

taqdeer movie Google Drive download link: click here
মুভি রিভিউ:
তাগদীর মুভির ডিরেক্টর Shawki Syed একজন মেধাবী ডিরেক্টর । কেননা, Taqdeer (তাগদীর) মুভি তৈরী করে দেখিয়ে দিলো আমরা বাংলাদেশিরাও পারি। একটি টিমের স্মার্ট চিন্তা ভাবনাগুলো এত ক্রিয়েটিভলি আমাদের কাছে তুলে ধরলো সত্যি গর্ব হয় আমাদের ভাই ব্রাদারদের নিয়ে। দেখে নাও আমরাও বিশ্ব মানের কন্টেন্ট বানাতে পারি। ধন্যবাদ টিম তাগদীর কে।
তাকদীর নিয়ে খুব চর্চা হচ্ছে।সেই সাথে বাংলা কন্টেন্টের ফাইল চালাচালি বেড়েছে।কোথায় দেখা যাবে ফ্রিতে,তোর কাছে আছে কিনা,থাকলে ড্রাইভে দে,ওখানে দে এখানে দে এসবের বাহিরে যদি আপনি সাবস্ক্রাইব করে ইতোমধ্যে দেখেও ফেলেন,অন্তস্থল থেকে আপনাকে ধন্যবাদ। আপনি আর সবার মত ‘ফ্রিতে পেলে কিনবো কেন’ টাইপের চোর না।
আমি নিজেও দেখেছি হইচই তে।অসাধারণ কাজ।তবে এ ধরনের সিরিজের মিউজিক ঠিকঠাক না হলে বিপদ।কারন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে কাদাবে,হাসাবে এমনকি পরের এপিসোড দেখার জন্যেও উত্তেজনা ছড়াবে।
তাকদীর এর মিউজিক করেছেন রুশলান রেহমান।ইতোমধ্যে দুইটা মৌলিক গান আর কয়েকটা ভিন্নধর্মী কভারের কল্যানে সোশ্যাল মিডিয়ায় কমবেশি সবাই চিনে ফেলেছেন তাঁকে ও তার সহধর্মিণীকে।দুইজনের এই প্রজেক্টের নাম “The Rehman Duo”
তাকদীর এর থীম মিউজিক শুনতেঃ
https://m.soundcloud.com/ruslan-verum-shupto/taqdeer-theme
লেখাঃ আশরাফ সিফাত