অফ পেজ এসইও
(106) Skyscraper link building || অফ পেজ এসইও

স্কাইস্ক্রাপার লিংক বিল্ডিং এ খরচ কম, কষ্টও তুলুনামুলক বেশি নয়। এক্ষেত্রে শুধু ১টা ভাল আর্টিকেল/কন্টেন্ট লিখতে হবে। তারপর সেই পোস্টটাকে ব্যাকলিংক দেওয়ার জন্য ঐ পোস্ট ক্যাটাগরির বিভিন্ন সাইটের পোস্টের মালিকদের কাছে অনুরোধ করা যাতে ব্যকলিংক দেয়। এটা করতে পারলে guest post থেকেও বেশি বেনিফিট আসবে।
skyscraper link building করার নিয়ম গুলো ধাপ আকারে বিস্তারিত-
১মত, [selecting a backlink intensive topic] review টাইপের না, informative টাইপের content select করা।
২য়ত, [creating a better content]
আর্টিকেলটা গুগল করে দেখতে হবে এবং এক এক করে জানতে হবে গুগল পেজে টপে থাকা আর্টিকেল গুলো ব্যাকলিংক পায়, নাকি
পায় না- তা চেক করর ।
ব্যাকলিংক চেক করার জন্য ফ্রি টুলের মধ্যেভযেমন- smallseotools এর backlink checker ব্যবহার করতে পার।
৩য়ত,[reach out]
গুগল থেকে প্রাপ্ত রেংক করা আর্টিকেল থেকে বেটার একটা আর্টিকেল লেখা ও আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা।(informative)
৪র্থত,[contact information collect]
ওয়েবসাইট গুলোর মালিকদের এক একজনকে এরকমভাবে মেইল করে বলা যে, তোমার আর্টকেলটায় তো অনেককেই ব্যাকলিংক দিয়েছ। দেখ আমার আর্টিকেলটা,আমাকেও ব্যকলিংক দাও।
এরকমভাবে ১০০০জনকে মেইল পাঠালে আশা করা যায় ১-১৫০ ব্যকলিংক পাওয়া যাবে।
মেইলে যা লিখবে তার নমুনা-
I was writing about a topic realed to [topic যেমন- golf etiquette] on my blog and though of doing some research.
i say that you gave a link to https://his_site_link. Would you mind having a look at my piece? here is the link.
If you think this serves well to your audience,please feel free to add it as a reference.It would be awesome.
৫মত, ব্যকলিংক দিলে তাকে ধন্যবাদ জানানো।