টেকনিকাল এসইও
(0) এসইও কি? এসইও কোর্স চেকলিস্টসহ সম্পূর্ণ গাইডলাইন

Contents
বর্তমানে প্রত্যেক ব্যাক্তি/প্রতিষ্ঠানের কাছে নূন্যতম একটি ওয়েবসাইট থাকা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ওয়েবসাইট থাকলেই তো শুধু চলবে না, সে ওয়েবসাইট টি মানুষকে জানাতে হবে, মানুষের কাছে পৌছে দিতে হবে। আর ঠিক এটা করাই এসইও এর কাজ।
কেননা এসইও করার ফলে যেকেউ গুগল সার্চ রেজাল্টে ঐ ব্যাক্তি/প্রতিষ্ঠান রিলেটেড কোনো কিছু সার্চ করলে তার ওয়েবসাইটটি সহজেই খুজে পাবে।
এতে করে ব্যাক্তি/প্রতিষ্ঠান খুব সহজেই তাদের ব্যবসা-বাণিজ্যকে প্রমোট করতে পারতেছে, লাভবান হতে পারতেছে।
এবার তো জানলেন,
এসইও কেন করতে হয়?
seo অনেক ধরনের হলেও সব ধরনের seo করার মুল লক্ষই হচ্ছে ওয়েবসাইটে ভিসিটর/ট্রাফক বৃদ্ধি করা। ওয়েবসাইটে ট্রাফিক/ভিসিটর আনতে, youtube এ ভিউয়ার/ভিসিটর পেতে seo করা লাগে।
তো এবার ডেফিনেশিনে আসা যাক-
এসইও কি?
এসইও(SEO) এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(Search Engine Optimisation)
Seo বলতে কি বুঝায়
এসইও(seo) হচ্ছে এমন একটা কৌশল যার মাধ্যমে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের ১ম পাতায় উপরের সারিতে প্রদর্শন করার প্রক্রিয়া বা কৌশল বা ব্যবস্থা।
অর্থাৎ, এসইও বলতে বোঝায় সার্চ ইঞ্জিনের র্যাংকিং এ আসার জন্য একটি ওয়েবসাইট কে র্যাংকিং ফ্যাক্টর অনুযায়ী অপটিমাইজ করা।
এসইও এর প্রকারভেদ(Types of SEO)
in depth, এসইও দুই ধরনের হয়।
(1) পেইড এসইও
(2) অর্গানিক এসইও; আমরা always এটা নিয়েই কাজ করব।
অর্গানিক এসইও এর প্রকারভেদ:
- (১) টেকনিক্যাল এসইও
- (২) অন পেজ এসইও
- (৩) অফ পেজ এসইও
বি:দ্র: seo প্রধানত দুই ধরনের হয়ে থাকে। কেননা, টেকনিক্যাল seo কে অনেকে on page seo
এর ক্যাটাগরিতে স্থান দেন।
কাজের ধরণ অনুযায়ী ছাড়াও, ভাল খারাফের ভিত্তিতেও seo কে দুইভাবে ভাগ করা হয়েছে-
- white hat seo
- black hat seo
search engine এর rules মেনে চলে seo করার পদ্ধতিগুলো হচ্ছে White hat seo.
আর,search engine এর rules মেনে না চলে seo করার পদ্ধতিগুলো হচ্ছে Black hat seo.
মার্কেটপ্লেসে বিজনেস অনুসারে-
- Local SEO[বিস্তারিত এখানে দেখুন]
- Global SEO
এছাড়াও রয়েছে-
» ইউটিউব এসইও
» অন্যান্য ছোটখাটো এসইও মেথড…যেমন ফেচবুক এসইও
উপরে যেসব ধরনের seo পদ্ধতি হচ্ছে অর্গানিক পদ্ধতি। এছাড়াও,পেইড পদ্ধতিও আছে। যেমন- সার্চ রেসাল্ট পেজের ইপরে-নিচে যে রেসাল্টগুলো গুগলকে অর্থ দিয়ে শো করানো হয় ঐ রেসাল্টগুলো।
এসইও কোর্স সম্পূর্ণ চেকলিস্ট
(All Types of SEO Checklist)
Teqnical SEO
On Page SEO
Off Page SEO
[এ চেকলিস্ট আরও আপডেট করা হবে]
এসইও কিভাবে শিখবো
এসইও শিখুন ঘরে বসে অনলাইনে অথবা যেকোনো
অফলাইন প্রতিষ্ঠান কোর্সে ভর্তি হয়ে। আর হ্যা, আমাদের এ ফ্রি অনলাইন কোর্স করে, যা আপনার জন্য অনেক বিশাল সুযোগ। so, এ সুযোগ কাজে লাগান, আর্টিকেলগুলো পড়ুন।
তাহলে SEO করাটা কিভাবে শিখব -এ ধরনের বোকামার্কা প্রশ্ন করার দরকার পড়বে না।
Seo শিখতে কতদিন লাগবে
এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি কেমন সময় দিতে পারেন সেটার উপর। দৈনিক ৩ ঘন্টা করে টানা ২মাস সময় দিলে ইনশাআল্লাহ মোটামুটি শিখে ফেলতে পারবেন।
এসইও শিখতে গেলে যে যে আপডেট সম্পর্কে জানতে হবে-
এসইও তে google algorithm সম্পর্কে জানা
গুগল কিছুদিন পর পর তাদের এলগোরিদম চেঞ্জ করে। তাই গুগলের বিভিন্ন নতুন নতুন এলগোরিদম ও সার্চ ইঞ্জিন অফটিমাইজেশন ফ্যাক্টরগুলো সম্পর্কে জানা প্রয়োজন।
গুগল যতবার এলগোরিদম চেঞ্জ করে ততবার কিছু না কিছু পরিবর্তন লক্ষ করা যায়।
সার্চ ইঞ্জিনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়ার ফলে গুগল অনেক কিছুই নিজ থেকে বুঝে নিতে পারে।
গুগলের সর্বশেষ এলগোরিদম আপডেট এর ফলে অনেক কিছুই চেঞ্জ হতে পারে। তাই ভাল হয় সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে নূন্যতম কিছু ধারণা হলেও জেনে জানা থাকে।
তবে গুগলের সব নিয়ম মেনে চললে এসব আপডেট নিয়ে এত চিন্তার কিছুই নেই,সাইটে তেমন প্রভাব ফেলবে না।
এসব আপডেট সম্পর্কে জানতে আমাদের পেজে যুক্ত থাকুন- https://www.facebook.com/Updateguides/
এসইও যেভাবে কাজ করে (এসইও এর ভুমিকা):
এসইও নিয়ে যাদের জ্ঞান শুন্যের কোঠায় তারা এসইও নিয়ে আরো বিস্তারিত জানতে এ পার্টটি পড়ুন-
ধরুণ আপনার একটা পণ্য দরকার পড়েছে। পণ্যটি সম্পর্কে জানতে ও ক্রয় করতে সাধারণত সবার আগে আপনি যে কাজটি করেন তা হচ্ছে পণ্যটি সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করেন। গুগলে আপনি যা খোজ করছেন তা পেয়ে গেলে ঐ সাইটে গিয়ে পণ্যটি সম্পর্কে রিভিউ পড়েন, হয়ত কোনো কোনো সময় ঐ সাইট থেকেও অর্ডার দিয়ে ক্রয় করে।
তো, এখন কথা এখানে এসইও কিভাবে ভুমিকা রেখেছে? বলতেছি- আপনি যে ঐ পণ্যটি গুগলে সার্চ করেছেন তা গুগল সার্চ রেজাল্টে ততক্ষণ পর্যন্ত দেখাবে না, যদি না আপনার ওয়েবসাইট এসইও করা থাকে।
যে ওয়েবসাইট এর এসইও যত ভাল করা থাকে, ঐ ওয়েবসাইট গুগল সারর্চ রেজাল্টের তত উপরে দেখাবে।
আশা করি, এসইও এর প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝাতে পেরেছি।
কেন করবেন এ কোর্স? এ এসইও কোর্সের উদ্দ্যেশ্য:
বাংলা ভাষায় SEO নিয়ে খুব বেশি কোর্স নেই,যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখলাম পেইড ভার্সন। তাই UpdateGuides এর পক্ষ থেকে SEO নিয়ে একটি full course ফ্রিতে চালু করেছি।
এডভান্স লেভেলের seo bangla tutorial + article নিয়ে এ full course টি পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রি-তে। একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সব ধরনের seo method শেখানো হবে এ কোর্সে।
ফ্রি এসইও কোর্স
বর্তমানটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ।
আমার এ এসইও কোর্সটি Brian Dean, Neil Patel, khalid farhan, Nshamim সহ আরো অনেক এসইও মাস্টারদের ইন্টারন্যাশনাল পেইড কোর্স থেকে বানানো হয়েছে, যদিও আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি।
আমরা ফ্রিতে সেরাটা দিয়ে যাচ্ছি। যার কারণে
আমাদের এ সাইট অনুসরণ করলে আশা করি মোটামুটি অল্প সময়ের মধ্যেই এসইও সম্পর্কে একটা ভাল আইডিয়া অর্জন করতে পারবেন।
এসইও শেখার ফলাফল:
বর্তমানটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ।
seo শিখে নিজের ওয়েবসাইট এর এসইও করে রেংক করিয়ে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন অথবা বিভিন্ন মার্কেটপ্লেসে,ফ্রিল্যান্সিং করে অর্থাৎ অন্যের/ক্লায়েন্টের সাইটের এসইও করে দিয়ে বিনিময়ে অর্থ উপার্জন করতে পারেন।