টেকনিকাল এসইও

(20) স্কিমা মার্কআপ ল্যাংগুয়েজ / স্ট্রাকচার ডাটা সেটআপ করার পদ্ধতি

Contents

এসইও এর ক্ষেত্রে স্কিমা ট্যাগ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। schema tag নিয়ে বিস্তারিত খূটিনাটি জানতে পুরো আর্টিকেলটা পড়ুন।

স্কিমা কি?

schema হচ্ছে কিছু স্ট্রাকচার ডাটা যে ডাটা গুলো কোনো ওয়বমাস্টার তার ওয়েবসাইটে ব্যবহার করলে গুগল, বিং সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবট / ক্রলার গুলো ঐ ওয়েবসাইট এর পেজগুলোর কন্টেন্ট / ডাটা গুলো সহজে গ্রাপ/সনাক্ত করতে পারে।

স্কিমা এর উদাহরণ

একটি উদাহরণ দেই-
আপনি যদি  Titanic movie রিভিউ লিখে গুগল সার্চ দেন তাহলে যে সার্চ রেজাল্ট শো করবে সেখানে কিছু স্টার রেটিং দেখতে পাবেন। এগুলুই মুলত স্কিমা এর প্রয়োগের ফলে সম্ভব হয়েছে।

নিচে আরও একটি উদাহরণ দিচ্ছি, এ উদাহরণ এর মাধ্যমে আপনি স্কিমা ব্যবহারের প্রয়োজনীয়তা/সুবিধা বুঝতে পারবেন।
যেমন- গুগলে যদি সার্চ করা হয়, how old barak obama?
তাহলে গুগল তার রেজাল্টে ঐ সময়কালের বারাক ওবামার বয়স শো করবে। এক্ষেত্রে গুগল বুঝেছে যে, আপনি শুধুমাত্র বারাক ওবামার বয়স জানতে চেয়েছেন, কিন্তু কোনো আর্টিকেল পড়তে চাচ্ছেন না। তাই গুগল তা বুঝে নিয়ে ঐ অনুযায়ী সার্চ রেজাল্ট শো করেছে।
গুগল তার এ সার্চ

রেসাল্ট নিয়ে এসেছে মুলত স্কিমা ডাটার উপর বেজ করে, ঐ অনুযায়ী বারাক ওবামার বয়স ক্যালকুলেট করেছে । এজন্য একটা ওয়েবসাইট এ স্কিমা ব্যবহার করা প্রয়োজন।


গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা schema tag নিয়ে অনেকগুলো অপশন পেয়ে যাব।

schema markup data যে যে ধরনের হতে পারে-

  • structure data testing tool → এটা দ্বারা ওয়েবসাইট এ স্কিমা ব্যবহার হয়েছে কিনা তা চেক করতে পারবেন।
  • structure data Markup helper – এটা দিয়ে আমাদের সাইটে স্কিমাগুলো এপ্লাই করতে পারব।
  • Email Markup tester –
  • Google My business – কোনো কোম্পানির নাম সার্চ দিলে যে location, map আসে ঐটাই গুগল মাই বিসনেস স্কিমা দিয়ে করা হয়।
সাধারণত ৭ ধরনের সহ আর্টিকেল, লোকাল বিসনেস,হেলথ, রিভিউ সহ বিভিন্ন স্কিমা রয়েছে। আপনার ক্লায়েন্ট এর কাজ করতে গেলে, বিশেষ করে রিভিউ সাইট হলে সেখানে স্কিমা এপ্লাই করতে পারেন। যেমন- বই রিভিউ, মুভি রিভিউ, প্রোডাক্ট রিভিউ, সফটওয়্যার রিভিউ ইত্যাদি।

যারা স্কিমা নিয়ে আরও ডিটেইলস জানতে চান তাদের জন্য টিপস:
schema.org ওয়েবসাইট হতে দেখে নিতে পারেন মোট কত ধরনের স্কিমা রয়েছে।

আপডেট তথ্য:
Google Structured Data Testing Tool  টা বন্ধ করে দিবে গুগল। 🙁 আপনার স্কিমা ঠিক হয়েছে কি হয় নাই, কোন ধরনের ভুল স্কিমা কোড এপ্লাই করেছেন কিনা – এইগুলো দেখার সুযোগ থাকবে না কিছুদিন পর।
এর পরিবর্তে Rich Results Test Tool ([https://search.google.com/test/rich-results])) টা ইউজ করতে হবে। যেটা আদতে কোন কাজের মনে হচ্ছে না। হয়তো ভবিষ্যতে এই টুলটাকে আরও ইম্প্রুভ করবে গুগল।
তবে যদি শিগগিরই Google Structured Data Testing Tool-টা বন্ধ হয়ে যায়, তবে নিচের টুলগুলো ট্রাই করবেন –

ম্যানুয়ালি স্কিমা ট্যাগ যেভাবে যুক্ত করবেন-

 ওয়েবসাইট এ স্কিমা ট্যাগ বসিয়ে সার্চ কনসোল এর সাহায্যে ম্যানুয়ালি schema tag বসানো যায়।

প্লাগিনের মাধ্যমে যেভাবে স্কিমা ট্যাগ যূক্ত করবেন-
খুব সহজেই প্লাগিনের ব্যবহারের মাধ্যমে স্কিমা যুক্ত করতে পারেন। এজন্য নিচের প্লাগিনটি ব্যবহার করতে পারেন-
এ প্লাগিন দিয়ে স্কিমা ট্যাগ যুক্ত কিভাবে করবেন তা নিয়ে কিছু দিনের মধ্যে একটি ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। সাথেই থাকুন।

# Schema generator-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker