Bangla Pdf Books

Productive Muslim Bangla pdf download

বই– প্রোডাক্টিভ মুসলিম
লেখক– মোহাম্মাদ ফারিস
ভাষান্তর– মিরাজ রহমান • হামিদ সিরাজী
হার্ডকভার মূল্য–৩৬৫ টাকা
পেপারব্যাক মূল্য– ৩৪০, ফরম্যাট : Pdf
পৃষ্ঠা সংখ্যা–২৫৪ পেজ
প্রকাশনী–গার্ডিয়ান পাবলিকেশন্স

প্রোডাক্টিভ মুসলিম pdf google drive: কপিরাইট এর কারণে ডাউনলোড লিংক বন্ধ করা হয়েছে। তবে সেংগ্রহকৃত ফাইলটি এখানে পড়ে নিতে পারেন (wait 20 sec to preview)

বইয়ের নাম: প্রোডাক্টিভ মুসলিম
ফাইল ফরম্যাট: pdf (পিডিএফ)
রিভিউ লেখা- ২০২০ সাল

জান্নাত হচ্ছে মানবজাতির আদি নিবাস। আমাদের আদি পিতা মাতার সৃষ্টি জান্নাতে। আমরা জান্নাতের উত্তরসূরী। জান্নাত লাভ করতে আমাদের আল্লাহর দাসত্ব অর্জন করতেই হবে। পৃথিবীতে আমাদের নিকট দুটি অপশন প্রথমটি আল্লাহর দাসত্ব লাভ, অন্যটি অন্য কিছুর দাসত্ব অর্জন।স্রাাষ্টাকে রেখে সৃষ্টির দাসত্ব! আল্লাহ দাসত্ব হলে জীবনের সকল স্তরে সফলকাম হওয়া সহজ, আল্লাহ ই সব সহজ করে দেন। আল্লাহর দাস হতে হলে আমাদের প্রোডাক্টিভ মুসলিম হতে হবে। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হব? উত্তর গুলো পাওয়া সম্ভব প্রোডাক্টিভ মুসলিম বইটি তে। ধন্যবাদ গার্ডিয়ান পাবলিকেশনস এবং মিরাজ রহমান -হামিদ সিরাজী
দি প্রোডাক্টিভ মুসলিম বইটি ভাষান্তর করে আমাদের পাঠ সহজ করার জন্য।

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর।এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।
_____________________________

•|| বই রিভিউ ২ ||•

‘প্রোডাক্টিভ মুসলিম।’
প্রোডাক্টিভ শব্দটির পাশে মুসলিম! বড্ড বেমানান ঠেকছে না? মুসলিম আবার প্রোডাক্টিভ হতে পারে?
‘প্রোডাক্টিভ তো হবে বিজ্ঞানমনস্ক মানুষেরা। গবেষক, বিজ্ঞানী, দর্শনবিদ নীতিশাস্ত্র বিদেরা তাদের প্রোডাক্টিভিটির মাধ্যমে গোটা বিশ্বে আলোকবর্তিতা ছড়াবে। একজন মুসলিম প্রোডাক্টিভিটির সংজ্ঞায় বোঝে না। কেননা ইসলাম প্রোডাক্টিভ জীবনব্যাবস্থার শিক্ষা দেয় না।’

হ্যাঁ। এই কথাগুলো ইসলামবিরোধী, একদল বৈরাগ্যবাদীদের মিথ্যা বয়ান মাত্র। গোটা মুসলিম জাতি আজ প্রোডাক্টিভিটি, সৃষ্টিশীলতা থেকে দূরে অবস্থান করছে। ফলস্বরুপ ইসলামবিরোধী শক্তি ইসলামকে একটি আনপ্রোডাক্টিভ জীবনব্যাবস্থা হিসেবে উপস্থাপনের সুযোগ পাচ্ছে। তারা ইসলামকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে কেবলই আধ্যাত্মিক বিষয় হিসেব সাব্যস্ত করছে।
অথচ আপাতদৃষ্টিতে একজন মুসলিম প্রোডাক্টিভ না হলে তার মুসলমানিত্বই ধরে রাখতে পারবে না। সামগ্রিক জীবনের আল ইসলাম সমস্ত প্রোডাক্টিভিটির আধার। ইতিহাস সাক্ষী মুসলমানরা কতটা প্রোডাক্টিভ ভূমিকা নিয়ে গোটা পৃথিবীকে সাজিয়েছে।

এবার বইটির সামগ্রিক আলোচনায় আসা যাক–

বই আলাপনঃ
____________

‘মেধা+সময়+কর্মক্ষমতা = উৎপাদনক্ষমতা’

• ‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই ব্যাবহারিক। প্রতিটি পাতা মুখরিত হয়েছে– আত্ম জাগরণ, আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসরে। বইটি মোটিভেশনাল বই নয় বটে তবে মোটিভেট হওয়ার মতো হাজারও কলাকৌশল বিদ্যমান।
• বইয়ে উল্লেখিত মোট ৯ টি অধ্যায়ে প্রোডাক্টিভিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন- স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি, সোশ্যাল প্রোডাক্টিভিটি, গোল এবং ভিশনের সঙ্গে প্রোডাক্টিভিটির যুক্তকরণ, রমজান প্রোডাক্টিভিটি এবং মৃত্যু পরবর্তী প্রোডাক্টিভিটি। মৃত্যুর পরবর্তী জীবনেও প্রোডাক্টিভিটি! কীভবে সম্ভব? হ্যাঁ সম্ভব। জন্ম থেকে মৃত্যুর পরবর্তী জীবন সকল কিছুর ব্যাখ্যা ইসলামে রয়েছে। কেননা ইসলাম যে পরিপূর্ণ জীবনবিধান। প্রোডাক্টিভিটিও যেহেতু ইসলামের অন্তর্ভুক্ত সেহেতু মৃত্যুর পরেও প্রোডাক্টিভিটি সম্ভব।
• লেখক বইটিতে কুরআনের রত্নভাণ্ডার, নবিজিত সুন্নাহ্র মুক্তো-প্রবাল থেকে শুরু করে সকল আধুনিক জ্ঞান-বিজ্ঞানের এবং ব্যাবসায়িক কলাকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।

বই হতে জানা বিষয়বস্তুঃ
_____________________

• দ্বীন মেনে ইসলামিক পদ্ধতি অবলম্বন করে কিভাবে প্রোডাক্টিভ জীবনযাপন করা সম্ভব তার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।
• মেধা, সময়, শক্তিকে কাজে লাগিয়ে জাগতিক জীবনের বিভিন্ন দায়িত্বকে কিভাবে প্রোডাক্টিভভাবে পালন করা যায় এবং নিজেকে নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা হিসেবে গড়ে তোলার বাস্তবমুখী সকল দিকনির্দেশনা রয়েছে।
•ঘরের সাথে বাইরেও কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায়, জীবনের লক্ষ্য এবং সেই লক্ষ্যের প্রতি কিভাবে ফোকাস ধরে রাখা যায় সে সম্পর্কে আলোচনা রয়েছে। মোটের উপর, দুনিয়াতে কীভাবে সময়ের সঠিক এবং সর্বোত্তম ব্যাবহার করে আখিরাতে বিনিয়োগ করা যায় এবং প্রোডাক্টিভিটি অর্জনে যে পদ্ধতি অনুসরণ করতে হবে তার সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে।

বইটি যাদের জন্যঃ
________________

• যদি মনে হয়, সময়ে বারাকাহ আসছে না, সঠিক সময়ের ব্যাবহারের ফলে কোনো সফলতাই অর্জন করতে পারছেন না তবে বইটি আপনার জন্য।
• দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করার মাধ্যমে জীবনে সার্থক করতে এবং প্রকৃত মুসলিম হিসেবে গড়ে উঠতে চান তবে বইটি আপনার জন্য।
• সর্বোপরি যদি আপনার মনে এই ধারণা থাকে যে– ‘প্রযুক্তির জালে জড়ানো, বিশ্বায়নের যুগের এত ব্যাস্ততার মাঝে কুরআন, সুন্নাহ অনুসরণ করে আমাদের প্রাত্যহিক রুটিন মেলানো সম্ভব নয় তবে বইটি আপনার ই জন্য।’

অনুবাদক পরিচয়ঃ
________________

মিরাজ রহমান।
পেশায় পুরোদস্তুর সাংবাদিক। কাজ করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে ও টেলভিশনে। বর্তমানে কর্মরত আছেন নিজের প্রতিষ্ঠান- ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং ‘দ্য সুলতান’ প্রকাশনীর স্বত্বাধীকারী হিসেবে।
হামিদ সিরাজী।
স্বপ্নচারী তরুণ। নিজের মতো করে সাজানো মনন ও মনছবি নিয়েই তার জগৎ। শখের বশে লেখালেখি নয়; পূর্ণ দায়িত্বানুভূতি নিয়েই কলম চালিয়ে যান। অনুবাদ সাহিত্যে ইতিমধ্যেই তিনি বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।বর্তমানে মানুষের জীবনবোধ ও জীবনশৈলী নিয়ে পড়ছেন ও লিখছেন। সবুজকুঁড়িদের সাথে নিয়ে এক সবুজ বিপ্লবের স্বপ্ন দেখেন।

লেখক পরিচিতিঃ
_______________

মোহাম্মাদ ফারিস। একজন আন্তর্জাতিক মানের পাবলিক স্পিকার, প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ ও লেখক। প্রোডাক্টিভিটি বিষয়ক ওয়েবসাইট- productiveMuslim.com- এর প্রতিষ্ঠাতা। লিখেছেন দুনিয়াব্যাপী সারা জাগানো বেস্টসেলার বই ‘The productive Muslim: Where Faith Meets productivity।’
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,মালয়েশিয়া,সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মিশর, সউদি আরবসহ বিশ্বের ১৫ টিরও অধিক দেশে বিভিন্ন ইভেন্ট, সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করেছেন। অনলাইনে কয়েক মিলিয়ন ফলোয়ারের জীবনে প্রোডাক্টিভিটি বিষয়ে প্রেরণার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন।
২০১৪ সালে The Royal Islamic Strategic Studies Centre তাঁকে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় যুক্ত করেছে। ২০১৬ সালে দুবাই সরকার বিশ্বে ইসলাম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে ইসলামিক ইকনোমি অ্যাওয়ার্ড প্রদান করেন।

শেষ কথাঃ
_________

আজ যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা প্রতিটি মানুষ মেশিনে পরিণত হয়েছি। মানুষের আত্মার বিকাশ, ধর্ম এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে উপেক্ষা করে ক্রমাগত এগিয়ে চলছি। যা আমাদেরকে গড়ে তুলছে স্যুট বুট পরিধানকারী একেকটা মানুষরুপী রোবট।

তবে আর নয়। প্রোডাক্টিভ মুসলিম বইটিতে এই ধারণাকে বাতলে দিয়ে ‘প্রোডাক্টিভিটির শর্ত’ হিসেবে হাজারও ‘কল্যাণকর লক্ষ্য’ জুড়ে দেওয়া হয়েছে।
ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সংমিশ্রণে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফস্টাইল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের চূড়ায় পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোক মশাল হিসেবে পথ দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker