Bangla Pdf BooksSsc Hsc, Hons, Bcs Job etc (eBook)

shafins book pdf Spoken English 1-2 Download

সাফিন’স ইংলিশ স্পোকেন বই আমার ভাল লাগে। shafins spoken  book pdf free download link-

  1. সাফিন’স ইংলিশ স্পোকেন ১ ডাউনলোড লিংকঃ  

2. সাফিন’স ইংলিশ স্পোকেন ২ ডাউনলোড লিংকঃ  

Pronunciation
একজন speaker কতটা ভাল সেটা pronunciation দেখেও বােঝা যায়। শুধু English কেন এটা যে কোন ভাষার ক্ষেত্রেই প্রযােজ্য। চারপাশে তাকিয়ে দেখুন, বাংলায়ও যারা শুদ্ধ উচ্চারনে কথা বলতে পারেন, তাদেরকে আমরা ভাল speaker মনে করি। বাংলা এবং English উচ্চারনের অনেক ক্ষেত্রে ধ্বনিগত পার্থক্যের কারনে আমাদের অনেকেরই English Pronunciation এ ভুল থেকে যায়। এর জন্য দায়ী আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা। ছােট বেলা থেকেই আমরা English এর ভুল উচ্চারণ শিখেছি, যেটা থেকে যায় এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াশােনা শেষেও।

এটা সত্যি যে খুব ভাল speaker হতে হলে আপনাকে আপনার pronunciation correct করতেই হবে। কিন্তু কতটা? বিশেষ করে IELTS পরীক্ষার জন্য এক্ষেত্রে কতটুকু দক্ষতা লাগবে? নীচের অংশটি পড়ুন – IELTS speaking test এর প্রস্তুতি নেবার সময় আমরা pronunciation নিয়েও confused হয়ে যাই। আমাদের মনে জেগে ওঠে নানা প্রশ্ন – pronunciation কতটা ভাল হওয়া উচিত? কোন accent follow করতে হবে British American? যদি খুব ভাল accent না হয় তবে কি score কমে যাবে? ইত্যাদি। খেয়াল করুন আমরা বাঙালীরা english language শিখছি second language হিসেবে। তাই আমাদের জন্য British বা American accent অর্জন করা জরুনী বিষয় না। আমরা যদি আমাদের pronunciation কে এমন জায়গায় নিয়ে যেতে পারি যে আমাদের কথা বােঝা native দের পক্ষে সমস্যা হয় না, তাহলেই চলবে।

আমাদের পরবর্তী আলােচনায় বিভিন্ন band score এর জন্য প্রয়ােজনীয় speaking skill নিয়ে বিস্তারিতভাবে আলােচনা করেছি। খেয়াল করলে দেখবেন speaking এ ‘7 পাওয়ার জন্যও আপনার accent নিয়ে মাথা ঘামানাের দরকার নেই। শুধুমাত্র ৪ এবং 9 করার জন্যই accent নিয়ে ভাবতে হবে। আর band # 7 পর্যন্ত এটাই দেখা হবে যে আপনার উচ্চারণ যেন এমন হয় যে, আপনার কথা বুঝতে শ্রোতার পক্ষে কষ্ট করতে হয় না।
কারাে কারাে মনে আবার এই প্রশ্ন আসে যে IELTS speaking এ কোন accent follow করা উচিত – British না American? British accent follow করলে কি ভাল score হবে? American accent follow করলে কি score কমে যাবে ইত্যাদি। আসলে English speaking এর জন্য সারা পৃথিবীতে British & American এই দুইটি accent ই accepted. তাই আপনি কোন accent follow করলেন সেটা IELTS এর score এর ক্ষেত্রে কোন বিবেচ্য বিষয় নয়। আপনি British বা American ব্যবহার করতে পারেন-যে কোন accent এর ক্ষেত্রে ফলাফল একই। তবে খেয়াল রাখবেন দু’টোর যেন মিশ্রন না হয়।

পরিশেষে একটা কথাই বলা যায় – IELTS speaking test এর জন্য স্পষ্ট pronunciation এর জন্য careful
থাকুন, কিন্তু accent এর ব্যাপারে খুব বেশী দুশ্চিন্তা করার দরকার নেই।

Shafins Spoken English Book 2 PDF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker