অফ পেজ এসইও

(১০১) অফ পেজ এসইও বাংলা টিউটোরিয়াল স্টার্টিং গাইডলাইন

অফ পেজ এসইও-কে লিংক বিল্ডিং-ও বলা হয়ে থাকে।
আমাদের এ off page seo কোর্সে প্রায় সব অর্থাৎ সর্বমোট ৫০+ টি off page strategy নিয়ে আলোচনা করার চেষ্টা করব।

অফ পেজ এসইও কি?

একটি ওয়েবসাইট এর বাইরে থেকে ঐ ওয়েবসাইট এর জন্য যে seo মেথড গুলো এপ্লাই করা হয়, সেগুলোই হচ্ছে off page seo.

অন্যভাবে বলতে গেলে, On Page SEO করার পরে ওয়েবসাইটকে বাহিরে থেকে সাপোর্ট/ভোট দিয়ে সার্চ ইঞ্জিনগুলোকে ঐ সাইটের প্রাধান্য বৃদ্ধি করে সার্চ রেসাল্টে টপে আসার উপযোগী করে গড়ে তোলার জন্য যে কাজগুলো করা হয়ে সেগুলোই হচ্ছে Off Page SEO.

on page seo করাটা যতটা সহজ, off page SEO করাটা ততটা কঠিন।

of page seo এর এর জন্য এমন ধরনের কাজ করতে হয় যা ওয়েবসাইটের ভেতরে করতে হয় না, ওয়েবসাইটের বাহির থেকেই সাপোর্ট করা হয় যার ফলে সার্চ ইঞ্জিনগুলো তাদের রেসাল্টে গুরুত্ব দেয় এবং সাইটকে র্যাংক করা যায়।
তাই যে সাইটের অফ পেজ এসইও যতবেশি ভাল,সে সাইট সার্চ রেজাল্টে তত তাড়াতাড়ি,তত উপরে র্যাংক করে।

Off Page SEO করার গুরুত্বঃ

অফ পেজ এসইও দ্বারা ওয়েবসাইট এর সুনাম বা ভোট, বিভিন্ন তথ্য-রিভিউ-ফিডব্যাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে গুগল বুঝে যে আপনার সাইটটা সঠিক

তথ্যকোষ সমৃদ্ধ যা মানুষের কাজে লাগে, যার ফলে সাইটকে র্যাংক করে উপরের দিকে আনে।


আমাদের ওয়েবসাইটকে গুগলের ১ম পেজের উপরের দিকে র্যাংক করানোর জন্য এবং সাইটের পেজ অথোরিটি(PA) ও ডোমেইন অথোরিটি(DA) বাড়ানোর জন্য বেশি বেশি ব্যাকলিংক থাকা প্রয়োজন। off page seo দ্বারা আমরা এসব করতে পারি। Off Page SEO করার টার্গেটই হচ্ছে সাইটের ভাল মানের ব্যাকলিংক তৈরি করা,লিংক বিল্ড করা। তাই আমার কাছে মনে হয় যে, Off page seo এবং Backlink যেন একই সূত্রে গাথা।

তাই আপনার কাজ হচ্ছে অফ পেজ এসইও দ্বারা আপনার সাইটের সুনাম,বিভিন্ন তথ্য, বিভিন্ন র্যাংকিং,বিভিন্ন ফিডব্যাক ছড়িয়ে দেওয়া যাতে গুগল আপনার সাইট তাড়াতাড়ি র্যাংক করে।

বিঃদ্রঃ
SEO করার আগে যা যা খেয়াল রাখবেন:
off page seo শুরু করার আগে আমাদেরকে ২টা ব্যাপার খেয়াল রাখতে হবে-
(১) আমাদের সাইটে অবশ্যই যেন ১০,০০০-১৫,০০০ ওয়ার্ডের কন্টেন্ট থাকে।
(২) on page seo যেন ঠিকভাবে করা থাকে। কেননা on page seo ঠিকভাবে করা থাকলে সাইট এমনিতেই গুগলের ২য়/৩য়/৪য়/৫ম পেজে চলে আসে। যদি না আসে তাহলে সাইটের অন পেজের যাবতীয় কাজগুলো পুনরায় চেক করে ঠিক করতে হবে। যেমন-

প্রতিদিন যতটি করে ব্যাকলিংক তৈরি করতে পারবে:
পুরাতন সাইটে,১০-১৫টি করে করাটা শ্রেয়,করতে হবে ন্যাচারালভাবে। একটা নতুন সাইটে শুরু থেকে হুটহাট ব্যাকলিংক তৈরি করা উচিৎ না। এটা গুগল প্লাগ করার সম্ভাবনা থাকে।

Off Page SEO করার ক্ষেত্রে সতর্কতাঃ

» প্রচুর ইন্টারনেট ইউসারদের বারবার একই মেসেজ পাঠানো যাবে না। যেমম-:বারবার একই কমেন্ট করা,টপিক বহির্ভূত কমেন্ট করা।
» সেম/ রিলেটেড সাইট ব্যতিত বিভিন্ন সাইটে লিংক শেয়ার করা যাবে না। তাই লিংক বিল্ডিং এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

# সাইট খুব ভাল র্যাংক করানোর ক্ষেত্রে Off Page SEO মেথড যেভাবে শুরু করে কাজে লাগাব এবং এ ক্ষেত্রে সতর্কতা-
  • competitor site থেকে আপনার সাইটে বেশি information,content থাকতে হবে।
  • উন্নত অথোরিটিভ সাইটগুলোকে ডু-ফলো লিংক দেওয়া। কেননা এসব সাইটকে গুগল বেশি পছন্দ করে এবংং গুগল বুঝে যে আপনি বেশ রিসার্চ করে পোস্টটি পাবলিশ করেছেন।
  • জন্য কি কি ব্যাকলিংক করতে হয় এখন আমি তা বলছি।

কোন কোন ব্যাকলিংক গুলা বেশি কায্যকর ?
প্রথম ধাপে, ফাউন্ডেশন ব্যাকলিংক করবেন।
ফাউন্ডেশন ব্যাকলিংক গুলো হচ্ছে-
  • » ব্লগ কমেন্ট,
  • » ফোরাম পোস্টিং,
  • » ওয়েব ২.০
  • দ্বিতীয় ধাপে, সোশ্যাল শেয়ার করবেন।
  • তৃতীয় ধাপে,
  • » আপনি পিডিএফ শেয়ারিং,
  • » ডিরেক্টরি সাবমিশন (ব্যাবসা/ব্যবসায়িক পেজ)
  • চতুর্থ ধাপে,
  • » গেস্ট পোস্ট,
  • » কমিউনিটি পোস্ট,
  • » HARO লিংক(লিংক(https://www.helpareporter.com/),
  • ব্রোকেন লিংক বিল্ডিং মেথড গুলো ব্যবহার করবেন।
উপরে উল্লেখিত মেথডস গুলা হচ্ছে খুব প্রসিদ্ধ ও প্রচলিত। এই মেথডস গুলো পুরোনো কিন্তু বেশ কাজের। কথায় আছে Old IS Gold.

আরো কিছু মেথডস আছে ঐগুলো অ্যাডভান্স ব্যাকলিংক যেমন :
  • লিংকস রাউন্ডউপস,
  • পডকাস্ট,
  • গেস্টটোগ্রাফি,
  • প্রি-আউটরীচ
আমরা একে একে সব ধরনের Off page SEO এর মাধ্যমে Backlink পাওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব।

এক্সট্রা কথনঃ
আমরা যে ধরনের seo-ই করি না কেন, আমাদের কাজের ধারা,কাজের পদ্ধতি হতে হবে প্রফেশনাল লেভেলের। এতে সুবিধা হচ্ছে হিসাব করতে সুবিধা হয়।
 এ গুরুত্বপূর্ণ কাজ করতে হবে,সেটা হচ্ছে এজন্য আমরা SEO plAn নামে একটা গুগল শীট/ডক তৈরি করে সেখানে আমাদের প্রত্যেকটা কাজের এক-একটা হিস্ট্রি লিপিবদ্ধ করব। যাতে করে সেখানে যাবতীয় দরকারি সব লিংক,তথ্য সংরক্ষণ ও ভবিষ্যতে যাতে আপডেট করতে পারি।

Off Page SEO Checklist সহ বিস্তারিত কোর্সটি ধারাবাহিকভাবে run/আলোচনা করা হয়েছে। তাই ধাপে ধাপে পরবর্তী পোস্টগুলো ফলো করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker