Newspaper 9 Premium Blogger Template Free Download
Newspaper 9 Premium Blogger Template Free Download

Newspaper 9 Premium Blogger Template free direct download লিংক: Click here [g.drive]
আরো পড়ুন:-
বিভাগ -কবিতা
শিরোনাম -কৃষক ব্যথা (ভারতবর্ষ,পশ্চিমবঙ্গ,কোচবিহার)
কৃষকের মান-সম্মান বাস্তবে শ্মশান ।
টিভির সংবাদ ও পত্রিকায় পায় স্বপ্নের প্রাণ।
এ দেশের মূল মেরুদন্ড কৃষি –
প্রতিপদে হয় খন্ড মন হতে চায় তাই সাধের ঋষি।
কৃষকের চমক বিল পত্রিকায় প্রকাশ পায়!
উঠে আসে কত সংবাদ-
অমুক গ্রামের তমুক নামের চাষী,
এবার ফলিয়েছে ভরপুর, সুখে আছে সবাই।
পর্দা খুলে দেখো সাহেব ভাই –
কৃষকের ছেলের কৃষিকাজে মন নাই।
ওদিকে অন্যদিকে দেখো –
বাবার গদির আসন ঠিক করতে ব্যস্ত বাকি সবাই।
এম এল এর ছেলে এমপি হবে,
মন্ত্রীর ছেলে মিনিস্টার!
উকিলের ছেলে ব্যারিস্টার হবে ,
মাস্টারের ছেলেও ডাক্তার!
কেরানির ছেলে মাস্টার হবে ,
ব্যবসায়ীর ছেলেটাও ব্যবসায়ী, বাকিরা তো সস্তার।
নিয়ে দেখো খোঁজ –
কৃষকের ঘরে স্বপ্নের মৃত্যু হয় রোজ।
কুড়ি বছর আগে ছিল কুড়ি একর ,
এখন হয়েছে বিঘে কুড়ি।
পরিমাণের সম্পত্তি অনেক,শুধু হাতে নেই কড়ি!
কৃষক ঘরের সম্বন্ধ এলে,
মেয়ের বাবার মাথায় পড়ে বাজ।
কৃষকের ঘরে মেয়ে দিব না ,
যতই বিঘে বিঘে সম্পত্তি থাক।
পাত্র চাই এমন চাকরি ব্যবসা ,
কোনো হাতের কাজ জানা থাকে যেন।
কৃষক হয়েও কৃষকের ঘরে মেয়ে দিতে নারাজ।
এর বিচার কে করবে পর্দা খুলে কোন ধর্মরাজ।
কৃষকের চোখে তুলসী পাতা ,
কপালে চন্দন তিলক ফোটা।
এলে ভোট মুখ চিনে ,
গেলে ভোট ব্যস্ত থাকে তারা ঠাণ্ডা ঘরের মিটিংয়ে।।