Books
মহাকাশের কথা – ফারসীম মান্নান মোহাম্মদী Pdf Download
মহাকাশের কথা – ফারসীম মান্নান মোহাম্মদী Pdf: direct Download link
আরো পড়ুন:
#মত্ত_বাঙ্গালী
এম.এ.রহিম চৌধুরী।
চুপসে গেছে আমজনতা
মামলাবাজের আতংকে,
চল-চাতুরীর ছদ্মবেশে
চলছে শোষণ বঙ্গে।
মরণ ভয়ে সত্য গোপন
মিথ্যে গিলেছি হুকুমতে,
আতংকিত এই জনতা
সংসার থেকে সংসদে।
গণতন্ত্রের গণধর্ষন
উলঙ্গ আজ গদির খোঁজে,
সত্য বচনে গাত্রদাহ
মানুষ্য জাতি স্বার্থ খোঁজে..!
কেহ জ্বালে না আর আলো
অগ্নি মশালে রক্ত ঢেলে,
সাম্রাজ্যবাদী আগ্রাসনে
বিপ্লবী চেতনা বাঁধা পদদলে।
পদলেহনে মত্ত বাঙ্গালী
পঙ্গু বিবেক বুদ্ধি-বৃত্তি,
দাসত্বের তিলক ললাটে
অপকর্মের মহা কৃর্তি…?
সাঙ্গু নদীর কবি।,
বাঁশখালী, চট্টগ্রাম।