টেকনিকাল এসইও

(06) Seo Friendly ওয়েবসাইট তৈরিতে Homepage, title, meta description লিখার নিয়ম

Contents

 আজকের পর্বে আমরা দেখব কিভাবে এসইও ফ্রেন্ডলি হোমপেজ(seo friendly homepage) তৈরি করা যায়। এছাড়া, হোমপেজের টাইটেল(title) ও মেটা ডেসক্রিপশন(meta description) নিয়ে বিস্তারিত আলোচনা করব।
যদিও, সকল প্রকার ট্যাগ ও সকল প্রকার মেটা ট্যাগ সম্পর্কে অন্য একটি পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

Homepage: একটা ওয়েবসাইট এর হোমপেজকে বেশিরভাগ ব্লগার ডাইনামিক(dynamic homepage) করে রাখে। এতে করে পাঠকদের জন্য আপডেট পোস্ট হোমপেজে সরাসরি পাওয়ায় বেশ সুবিধা হয়।
আবার, ওয়েবসাইট এর হোমপেজকে অনেকে স্টাটিক(static homepage) করে রাখে। এক্ষেত্রে হোমপেজের মাধ্যমে ঐ ওয়েবসাইট এর কোথায় কি আছে সকল কিছু খুজে পেতে  সুবিধা হয়। এছাড়াও, স্টাটিক হোমপেজ রাখলে এসইওতেও সুবিধা পাওয়া যায়।

তো চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

Seo Friendly Homepage বানানোর জন্য আমরা যা যা করব-

  • আমাদের ওয়েবসাইটের হোম পেজকে Dynamic latest posts Article গুলো স্থান না দিয়ে একটা নির্দিষ্ট Page কে

    স্থান দেব, যেখানে আমাদের ওয়েবসাইট এর সব গুরুত্বপূর্ণ লিংকগুলো দিয়ে সাজাব।

  • আর, আমাদের ওয়েবসাইট এর main keyword টা ব্যবহার করব title এর মধ্যে এবং
  • main keyword এর synonym বা long tail form গুলো ব্যবহার করব meta description এর মধ্যে।
বি:দ্র: যারা একটা নির্দিষ্ট পেজকে হোমপেজ হিসেবে সিলেক্টেড করার সিস্টেম জানা নেই তারা নিচের এ ভিডিও দেখে জেনে নিন কিভাবে তা করতে হয়-
[এমবেডেড ভিডিও লিংক]

Homepage এর জন্য seo ফ্রেন্ডলি title ও meta description দেওয়ার নিয়ম

টাইটেল ট্যাগ থেকে একটি ওয়েবপেইজ এর সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।
<head> ট্যাগের ভেতর টাইটেল ট্যাগ <title> লেখা হয়।
এসইও এর ক্ষেত্রে একটা ওয়েবসাইট এর জন্য মানানসই যোগ্য টাইটেল কিওয়ার্ড সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ওয়েবসাইট এর হোমপেজের টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। এমন একটা টাইটেল কিওয়ার্ড দিতে হবে যা আমাদের পুরো ওয়েবসাইট এর বিষয়বস্তুকে রি-প্রেজেন্ট করে। সাইটের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত নয় এমন অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক টাইটেল ট্যাগ ব্যবহার করা মোটেও উচিত নয়।

Title:
  1. টাইটেল ৬০ ওয়ার্ড ওর ভেতর লিমিট রাখবেন।
  2. the, ect, to, in এসব শব্দ ব্যবহার না করাই ভাল।
  3. টাইটেল লিখার নিয়ম: Primary Keyword – Secondary Keyword | Brand Name
  4. 8-foot Green Widgets – Widgets & Tools | Widget World
নিচের এ সাইট এর সাহায্যে আপনার সাইট এর টাইটেল এসইও ফ্রেন্ডলি কিনা তা চেক করতে পারবেন-

meta description: মেটা ডেসক্রিপশন দ্বারা
সার্চ ইঞ্জিনগুলোকে ঐ ওয়েবপেজ সম্পর্কে একটা স্বচ্চ ধারণা দেয়। একটা ওয়েবসাইট এর প্রত্যেকটি পেজের জন্য আলাদা আলাদা মেটা ডেসক্রিপশন লিখা প্রয়োজন। meta description 150-160 ওয়ার্ড ওর ভেতর লিমিট রাখবেন.

home page এর meta description লিখার নিয়ম

description এ exact keyword ব্যবহার না করে synonym, long tail form, lsi keyword টা ব্যবহার করব।

Keywords
হোমপেজে interlinking করার ক্ষেত্রে সঠিক keyword ব্যবহার করবেন। তবে খেয়াল রাখবেন যেন কি-ওয়ার্ড স্টাফিং না হয়। হোমপেজে এমন সব কিওয়ার্ড ব্যবহারের চেষ্টা করবেন, যাতে ঐ কিওয়ার্ডগুলো দ্বারা পুরো ওয়েবসাইট এর বিষয়বস্তু ফুটে ওঠে।

ওয়েবসাইট এর হোমপেজ এডিট করার Plugins/tools

Yoast SEO প্লাগিন দিয়ে মোটামুটি প্রায় অনেক teqnical seo এবং on page seo এর কাজ সম্পন্ন করা যায়।

পেজ বিল্ডার দিয়ে হোমপেজ এডিট করলে সুন্দর হয়। আমি thrive architect পেজ বিল্ডার ব্যবহার করি। elementor, gutenberg,divi দিয়ে পেজ বিল্ড করা ঝামেলার মনে হলে thrive architect পেজ বিল্ডার ব্যবহার করতে পারেন। এটা খুবই লাইট, সিম্পলি ইউজার ফ্রেন্ডলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker