eBook bd Hsc Ssc Hons Bcs Job

The Medicine Medical Question Bank 2020 Pdf Download

দি মেডিসিন প্রশ্নব্যাংক(২০১৯-২০২০) pdf ফাইল: Click to download

ক্রেডিটঃ মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক by বিজ্ঞানবিদ্যা টিম

সংস্করণ: Medical question Bank 2020



মেডিকেল এর প্রিপারেশন নিতে নিতে যখন হাপিয়ে উঠেছেন, তখন আপনার একটা কবিতা পড়া দরকার।  মন ভাল হয়ে যাবে, নাকি মনের দুঃখ আরও বেড়ে যাবে তা কবিতাটি পুরোটা পড়লেই জানতে পারবেন। তবে মজা পাবেন!

মনে রাখবেন, বায়োলজি এর পড়াগুলো পড়তে হয় ছন্দ আকারে। উদাহরণস্বরুপ— নিচের কবিতা দ্বারা যেমন আপনার ছোটবেলা আর বর্তমানের স্মৃতিগুলো ভেসে উঠে ঠিক তেমনি বায়োলজি পড়াগুলো যদি কবিতার মত ছন্দ আকারে পড়া যায় তাহলে পড়াগুলো খুব ভালভাবে মনে রাখতে পারবেন। যেমন-

কবিতাঃ বেলা তুমি কি শুনছো (ফরিদা বেগম)

ছোট বেলার খেলার সাথী হিসেবে
সারাদিন ড্রেসিংটেবিলের আয়নার সাথে কথা বলতাম,
সেখানে আমি চেহারার দেখার জন্য নয়,
উদ্দেশ্য ছিল প্রিয় শিক্ষকদের অনুসরণ,
তারা যে ভাবে কথা বলতো,
যে ভাবে চলতো,
সে ভাবে করতাম অনুসরণ,
জীবনের কোন এক দুর্ঘটনার কারণে
অন্যান্য চাকরি বাদ দিয়ে
তাৎক্ষণিক ভাবে আমার মনের মতো
চাকরি পেয়েছি যখন,
তারপর মনে হয়
সেই প্রিয় শিক্ষকদের পথ করলাম বরন।

তখনকার আমার বেতন ছিল সাতশো টাকা,
চাকরি পাওয়ার সাথে সাথে
আমার সেই গানটির কথা মনে পড়ল,
“বেলা তুমি কি শুনছো”
চাকরিটা আমি পেয়ে গেছি।

তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করতো
সত্যি বেলা তুমি কি শুনছো?
আমার বেতন হলো সাতশো টাকা,
মনে হয় আমার সাথে
সাতশো টাকা নয়,
সাতশো ফুলের সাথে দেখা।

যখন আমি ঐ ফুল গুলোকে পড়াতাম,
আমার মনে হয়
আমার ভিতরের কষ্টগুলো
ওদেরকে দেখলে সব কিছু ভুলে যেতাম।


আরও দেখুন— মেডিক্যাল ভর্তি পরিক্ষার প্রশ্নাবলী পিডিএফ

আর হ্যা, Medical Question bank এর বাকিবইগুলো পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker