অন পেজ + অফ পেজ এসইও

(73) কিওয়ার্ড রিসার্চ কি? keyword research করার সম্পুর্ণ গাইডলাইন (পার্ট ০১)

Contents

কি-ওয়ার্ড রিসার্চ এর উপর ভিত্তি করেই আপনার সাইটের র্যাংক নির্ভর করবে। যে যত ভাল কি-ওয়ার্ড রিসার্চ দ্বারা Content লিখবে তার সাইট তত ভাল উপরের দিকে অবস্থান করবে। এটা শুধু On page seo নয়, বরং Off Page Seo এর ক্ষেত্রেও এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক।

keyword Research সংক্ষেপে আলোচনা সম্ভব নয় বিধায় ২ পর্বের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিওয়ার্ড রিসার্চ কি?

keyword বলতে বুঝাচ্ছে ঐসব শব্দকে/শব্দসমষ্টিকে যা আমরা সার্চ ইঞ্জিন যেমন- গুগলে সার্চ করে থাকি।
মানুষজন সার্চ ইঞ্জিনগুলোতে যেমন- google.com এ সেসব keyword বা phrase সার্চ করে সেটা নিয়ে গভেষণা করাই হচ্ছে keyword research.
সাইট রেংক করানোর ক্ষেত্রে কি- ওয়ার্ড রিসার্চ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট/পদ্ধতি।

একটা সাইটকে কত সহজে কিভাবে সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসা যাবে এবং এতে কি পরিমান সময় লাগবে এসব নির্ভর করে ঐ ওয়েবসাইট এর কি-ওয়ার্ড এর উপর। সোজা কথায়,আমাদের ওয়েবসাইটকে seo করে গুগলের ১ম পেজে র্যাংক করানোর ক্ষেত্রে কি-ওয়ার্ড বিশাল আকাশ সমতুল্য ভুমিকা পালন করে। খুব ভালো SEO করতে চাইলে ভালো কী-ওয়ার্ড সিলেকশন এর বিকল্প নেই।

Keyword কত প্রকার ও কি কি?

প্রকারভেদে কি-ওয়ার্ড রিসার্চ বেশ কয়েক ধরণের হয়ে থাকে। যেমন:
  • ১। শর্টটেইল কী-ওয়ার্ড।
  • ২। লংটেইল কী-ওয়ার্ড।
  • ৩। বাইং কী-ওয়ার্ড।
  • ৪। প্রোডাক্ট ডিফাইনিং কী-ওয়ার্ড।
  • ৫। LSI কী-ওয়ার্ড।
  • ৬। ইনফরমেশন কী-ওয়ার্ড।

১। শর্টটেইল কী-ওয়ার্ড :
যে কী-ওয়ার্ড গুলা সাধারণত শুধুমাত্র একটি শব্দের দ্বারা তৈরী হয় এবং এর সার্চ ভলিউম অনেক বেশী থাকে তাকে শর্টটেইল কী-ওয়ার্ড বলে।

২।লংটেইল কী-ওয়ার্ড :
দুই বা ততোধিক শব্দ একত্রে যুক্ত হয়ে যখন কোনো একটি বিষয়কে আরো নির্দিষ্ট ভাবে বোঝায় তখন তাকে লংটেইল কী-ওয়ার্ড বলে। এর সার্চ ভলিউম খুব বেশী হয় না।

৩।বাইং কী-ওয়ার্ড :
যে কী-ওয়ার্ড গুলোর মধ্যে জিনিসপত্র ক্রয় করার উদ্দেশ্য বিদ্যমান থাকে তাকে বাইং কী-ওয়ার্ড বলে।

৪।প্রোডাক্ট ডিফাইনিং কী-ওয়ার্ড :
যে কী-ওয়ার্ড গুলো প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত ধারণা প্রদান করে সেগুলোকে প্রোডাক্ট ডিফাইনিং কী-ওয়ার্ড বলে।

৫। LSI ( Latent Semantic Indexing) কী-ওয়ার্ড :
LSI হচ্ছে সেই কী-ওয়ার্ড যেগুলো মেইন কী-ওয়ার্ড এর সাথে খুবই বেশী সম্পর্কযুক্ত।

৬।ইনফরমেশন কী-ওয়ার্ড :
যে কী-ওয়ার্ড গুলার মধ্যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ পায় তাকে ইনফরমেশন কী-ওয়ার্ড বলে।
কী-ওয়ার্ড রিসার্চ সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথমেই বিজনেস এর উদ্দেশ্যটা কি লিখতে হবে। তারপরে সেই কী-ওয়ার্ড সমূহের একটি তালিকা তৈরী করতে হবে যার দ্বারা আপনাকে সার্চ করলে পাওয়া যাবে। এরপরে সার্চ ইন্টেন্ট খেয়াল করতে হবে এবং প্রত্যেক কী-ওয়ার্ড এর জন্যে ল্যান্ডিং পেইজ তৈরী করতে হবে।

কি-ওয়ার্ড রিসার্চ টা on page seo এর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সহজে ও এডভান্স প্রো লেভেলের ধারণা পেতে, বুঝতে এটাকে বিস্তারিতভাবে এখানে আলোচনা করেছি।
কি-ওয়ার্ড রিসার্চ যদি ঠিকভাবে করা না হয়,তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট সিউরলি ব্যর্থ হওয়ার চান্স বেড়ে যায়। তাই জটিলে না গিয়ে ধীরেসুস্থে সহজ মেথডে কি-ওয়ার্ড রিসার্চ করতে হবে।

যেভাবে কি-ওয়ার্ড রিসার্চ করবেন কলাকৌশল সম্পূর্ণ গাইডলাইন

যারা ব্লগ বা নিশ সাইট নিয়ে কাজ করছেন তাদের সবার একটাই টার্গেট কীওয়ার্ড রাংকিং। যত রাঙ্ক ততো ট্রাফিক তাই বেশির ভাগ ব্লগার বা এফিলিয়েট মার্কেটার উদ্বিগ্ন থাকে যখন তার কীওয়ার্ড ১ম পেজ এ না আসে।

এ কোর্সে এক সাথে অনেককিছু পেয়ে যাচ্ছেন-

পার্ট ১#. নরমালি এডভান্স লেভেলের কি-ওয়ার্ড রিসার্চ করা শিখতে পারবেন
যা এই পোস্টে দেওয়া আছে।

পার্ট ২#. affiliate market এ কি-ওয়ার্ড রিসার্চ করা শিখতে পারবেন 
  1. পর্ব-০১ দেখুন
  2. পর্ব-০২ দেখুন→এখানে

নরমালি কি-ওয়ার্ড রিসার্চ করার পদ্ধতি

 ধাপসমুহ(Steps)-
 কি-ওয়ার্ড রিসার্চ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এক্ষেত্রে কিছু ধাপ/step অনুসরণ করা দরকার।

Step 01/ধাপ ১ঃ Manually target the keywords
 manually আমাদের আর্টিকেলের(/পোস্টের) মুল কি-ওয়ার্ডগুলো কি কি হতে পারে তা খোজ করে জেনে নেওয়া।

Step 02/ধাপ ২ঃ Find the keyword idea
 কাংখিত কি-ওয়ার্ড গুগলে(/ইউটিউবে) খোজ করে তার রেসাল্ট কেমন তা দেখা এবং গুগলের সাজেস্ট(/Search related to) কি-ওয়ার্ডগুলো নোট করে রাখা।

আরও বাড়তি ডিটেইলে রিসার্চ করতে চাইলে কি-ওয়ার্ডগুলো Reddit এবং Wikipedia table of contenet এ খোজ করে দেখতে পার।
আরও একভাবে করা যায়,এটা করাটা যদিও একটু বিরক্তিকর যেমন- আত্বীয়-বন্ধু/টার্গেট কাস্টমার/sales people দেরকে জিজ্ঞাসা করা যেতে পারে তারা এ টপিকে search করলে কোন word টা বাছাই করত।

Step 03/ধাপ ৩ঃ আমাদের কম্পিটিশন সাইটগুলোর title ও description দেখা এবং
কম্পিটিশন সাইটগুলো কি কি কি-ওয়ার্ডগুলো ব্যবহার করেছে

তা চেক করে দেখা এবং ভবিষ্যতেও এ রিসার্চ চালু রাখা। এজন্য googleadword বা অন্যান্য টুলস যেমন- Keyword everywhere, Ubersuggest, Keyword Planner ব্যবহার করা যেতে পারে ।


Step 04/ধাপ ৪ঃ 
আমাদের কি-ওয়ার্ডগুলোর Monthly SearchVolume (MSV) ও Cost Per Click (CPC) কেমন তা চেক করা। এজন্য Google Keyword planner বা অন্যান্য টুলস ব্যবহার করা যেতে পারে।

আমাদের বাছাইকৃত কি-ওয়ার্ডগুলো বছরের কোন সময়ে কি পরিমাণ সার্চ করা হয় তা দেখে নেওয়া যেতে পারে। এজন্য Google Trends সহ অন্যান্য
টুলস ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও,
গুগলে গিয়ে টপিক কি-ওয়ার্ডের allintitle data এবং url data খোজ করা যেতে পারে। যেভাবে খোজ করবে তার সার্চ কোয়েরি-
allintitle:Keyword
allinurl:Keyword

এছাড়াও, Root domain/social domain র্যাংক করেছে কি-না তার Serp’s দেখা যেতে পারে।

Step 05/ধাপ ৫) এরপর Keyword difficulty চেক করা এবং কি-ওয়ার্ড Competition Analysis করা।
• Keyword difficulty চেক করার জন্য KWfinder বা, SEMrush সহ অন্যান্য টুল ব্যবহার করা যেতে পারে।
• কি-ওয়ার্ড রিসার্চের পর আমরা যে কি-ওয়ার্ডগুলো নিয়ে কাজ করব/পাব ঐগুলোর Finalized keywords list তৈরির পর ঐগুলোর এক এক করে competition Analysis রিসার্চ করা শুরু করে দেব। সোজা কথায়, keyword research এর পরবর্তী পদক্ষেপ হবে Competition Analysis. কীওয়ার্ডটি অনেক কম্পেটেটিভ কি করে বুঝবেন? হাই ডোমেইন রেটিং (DR)/ ইউআরএল রেটিং (UR), অথরিটি সাইট গুলো টপ রেজাল্টস এ, টপ রেজাল্টস এ স্ট্রং সিংগনাল থাকলে যেমনঃ links, comments, shares

হাই-কম্পেটেটিভ ও প্রচুর সার্চ রেজাল্টস থাকলে এসব চেকের জন্য যেসকল টুলস ব্যবহার করতে পারেন: keyword everywhere, SEO quake, Ahrefs, এছাড়াও, SeoQuake, MozBar এই দুইটা addons ব্যবহার করতে পার।

Step 05/ধাপ ৬ঃ কি-ওয়ার্ড rank মনিটরিং করা।
Competitorদের পেছনে ফেলতে তাদের সাইটের বিশেষ করে কি-ওয়ার্ডের অবস্থান,গতিবিধি সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন।এছাড়াও, নিজেদের অবস্থান ধরে রাখতে, এডভান্স লেভেলের এই ট্রিক্স যা আপনাকে কেউ বলবে না,তা হল- আমাদের নিজেদের র্যাংক করা কি-ওয়ার্ড নিয়ে ভবিষ্যতেও রিসার্চ চালু রাখা। এতে র্যাংক পেছানোর সম্ভাবনা কম থাকে।
তাই, Performance ট্রাক করা এবং কীওয়ার্ড গুলো কেমন পসিশন এ আছে, কখন কি করা উচিত এইসব ট্র্যাক না করলে ভবিৎষত পরিকল্পনা আপনি করতে পারবেন না তাই পারফরমেন্স ট্র্যাক করতে হবে। এজন্য google sheet ব্যবহার করতে পারেন।

আমাদের টার্গেট করা কি-ওয়ার্ডটি সার্চ ইঞ্জিনগুলোতে(যেমন-google,yahoo,bing) কত নম্বর পজিশনে আছে তা চেক করার জন্য নিচের সাইট গুলো ব্যবহার করতে পারি।
smallseotools.com থেকে keyword position দেখতে পারি।

Best Keyword Research Tools কি কি?

কিছু ফ্রি টুলস:-

কিছু পেইড টুলস:-
ভিন্ন ভিন্ন কাজের ভিত্তিতে পেইড টুলসের পাশাপাশি অসংখ্য free seo টুলস রয়েছে। see here:
এ লিংকে গেলেই বুঝতে পারবেন যে, কোন কোন প্লাটফর্ম থেকে Keyword Research করা যায় ও কোন টুলস কেমন কাজ করে।

কিওয়ার্ড রিসার্চ দ্বারা রেংক চেক করার টুলস সমুহ

1. SEMRush
2. SEG Google Rank Checker
3. SEO Centro Rank Checker
4. SERPs Keyword Rank Checker
5. SERPWatcher
6. Moonsy Google Position Checker
7. SEOSmallToolsKeyword Rank Checker
8. SERP Lab

কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন

Keyword Research এর সময় কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে জানতে চাইলে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলুন:
» প্রত্যেক পোস্ট-পেজে ১-৩টা কি-ওয়ার্ডকে টার্গেট করা।
» লম্বা কি-ওয়ার্ড টার্গেট করা/খুজে বের করা।
কোনো কি-ওয়ার্ড এর ২/৩টা ওয়ার্ড গুগলে সার্চ দিলে দেখবেন যে গুগল আপনাকে সাজেস্টেড কীওয়ার্ড দিচ্ছে, এ থেকে নির্দিষ্ট লং-টেইল কীওয়ার্ড খুঁজে বের করুন। যেমনঃ

১)On page SEO লিখলে গুগল আপনাকে কিছু সুগজস্টেড কীওয়ার্ড দেখাবে এর মধ্যে On page SEO checklist অন্যতম যেটা নির্দিষ্ট কিন্তু লং -টেইল কীওয়ার্ড।

» গ্রুপভিত্তিক কি-ওয়ার্ড সিলেক্ট করা। যেমন:
– Primary keyword
– Related keywords
– Entity base keywords
– Locational keywords
উদাহরণসরুপ-
7boats.com এই সাইট নিয়ে আলোচনা করা যায়।
এ সাইটে কি-ওয়ার্ডগুলো হবে-
Digital Marketing, Company, Kolkata,
Online Marketing, Agency, India

» সাপোর্টটিভ কীওয়ার্ড নির্ধারণ করে ব্যবহার করতে হবে। যেমনঃ
Keyword #1: on-page SEO checklist (primary)
Keyword #2: on-page SEO guide
Keyword #3: on-page SEO 2019
Keyword #4: on-page SEO process
Keyword #5: content SEO checklist

পর্ব ০২: কিওয়ার্ড রিসার্চ এর ২য় পর্ব দেখুন→এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker