অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
(05) কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর এনালাইসিস ফর অ্যামাজন নিশ ওয়েবসাইট

Contents
সবার ১মে বলে রাখা ভাল, কি-ওয়ার্ড রিসার্চ ভুল মানে আপনার পুরো প্রজেক্ট ভুল। অর্থাৎ আপনি আমাজন যে নিশ সাইট তৈরি করবেন,সেটার পেছনে যে অর্থ ও শ্রম দিবেন সেটার পুরোটা জলাঞ্জলি দিতে হবে যদি আপনার কি-ওয়ার্ড রিসার্চ ভুল হয়।
so, কি-ওয়ার্ড রিসার্চের বেলায় খুবই সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ১মাস সময় দেন, ভাল একটা নিশ সাইট/ কি-ওয়ার্ড খুজে বের করেন। তাহলে পরবর্তীতে কম পরিশ্রম করেও ভাল ফলাফল পাবেন।
এ আর্টিকেল এর মাধ্যমে আমাজন কি-ওয়ার্ড রিসার্চ এর নাড়ি-নক্ষত্র অর্থাৎ আমাজন কি-ওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে কি কি করলেই যথেষ্ট তা আমরা খুব সহজেই জেনে নেব। কি-ওয়ার্ড রিসার্চকে কঠিন করে কি লাভ? যত সিম্পলি কি-ওয়ার্ড রিসার্চ করা যায় তত ভাল।
আমাজন নিশ সাইটের জন্য keywords নির্বাচন
প্রথমেই আবারও বলে রাখি,
» ভুল কি-ওয়ার্ড নির্বাচন আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে।
» সঠিক কি কি-ওয়ার্ড নির্বাচন মানেই ৫০% সফলতা অর্জনের পথে।
সাজেশন: তাছাড়া,
» স্টার্টিং এ ভুলেও শুধুমাত্র ১টা কি-ওয়ার্ড নিয়ে কাজ করব না।
» নূন্যতম ১০টা বা এর বেশি কি-ওয়ার্ড রিসার্চ করে লিস্ট করব। সেগুলো থেকে ফাইনালি ১টা কি-ওয়ার্ড লিস্ট সিলেক্ট করে আগাব ও কাজ করব।
» সঠিক কি-ওয়ার্ড রিসার্চ এর জন্য প্রয়োজনে ১মাস সময় লাগুক,এর চেয়েও বেশি সময় লাগুক। তাও যেন কি-ওয়ার্ড রিসার্চ টা ঠিকভাবে করা হয় যেন।
» টার্গেট কি-ওয়ার্ডের পাশাপাশি লো কম্পিটিটিভ ও হাই সার্চ ভলিয়ম যুক্ত রিলেভ্যান্ট কি-ওয়ার্ড নিয়ে কাজ করা।
» লো সার্চ ভলিউম গুলোকে অবহেলা না করে ভবিষ্যৎ এ ট্রেন্ডিং এ থাকতে পারে এমন কি-ওয়ার্ড নিয়েও আগানো যেতে পারে।
আমাজন এফলিয়েট মার্কেটিং এ কিওয়ার্ড নির্বাচন করার গাইডলাইন:
(১)আমাদের সাইট শুরু করার পূর্বে:-
» Best + Keyword + Tail বা Keyword + Tail ; যেমন- Best Baby stroller under $150
» Buyer intent Keyword
» প্রোডাক্ট প্রাইস যেন 80$ থেকে 250$ এর মধ্যে হয়।
» প্রোডাক্ট কমিশন যেন 5% থেকে 8% হয়।
» best + keyword অথবা keyword + review + current year দিয়ে বর্তমান অবস্থানের টপ ১০টি সাইটকে নিয়ে রিসার্চ করা।
» র্যাংক করা লো কম্পিটিটিভ সাইট গুলোর কি-ওয়ার্ড অথবা url চেক করা। এজন্য Ahref,moz,keywordreveliar ব্যবহার করা।
» ৫০০ পোস্টের অধিক পোস্ট সম্বলিত কম্পিটিটর এমন কি-ওয়ার্ড র্যাংক সাইট এর opposite এ ল আমরা কাজ করব না। এতে টার্গেট মিসিং ফলাফলা হতে পারে।
» এছাড়াও,
কম্পিটটরদের যে যে বিষয়গুলো খেয়াল করব- তাদের টাইটেলে-টেক্সটে-এংকরে-টেক্সটগুলোতে মুল কি-ওয়ার্ডের কি অবস্থা সেটা দেখব।
» কম্পিটটরদের ব্যাকলিংক সংখ্যা কত ও সেটার কোয়ালিটি কেমন। reference domain এর কি অবস্থা ইত্যাদি বিষয়গুলো দেখব।
» কম্পিটটরদের আর্টিকেল কোয়ালিটি কেমন, তাকে অতিক্রম করা যাবে কিনা।
এসব দেখে কম্পিটটরদের সাথে পেরে উঠে নিজের অবস্থান তৈরি করতে পারব কিনা সেটা আইডিয়া করতে হব ও মাঠে নামতে হবে।
(২)আমাদের সাইট শুরু করার পরে-
» সাইট শুরু করার প্রথম দিকে প্রাথমিকভাবে ২০টা buying কি-ওয়ার্ড নিয়ে কাজ করব। এক্ষেত্রে, ঐ ২০টা কি-ওয়ার্ডের জন্য পরে না হয় আমও বেশি পোস্ট করা যাবে।
বি:দ্র: buying কি-ওয়ার্ড ৩ধরনের দেখতে পাওয়া যায়-
(১)High Buying indent ; যেমন- best baby stroller
(২) Medium Buying indent ; যেমন- baby steoller review 2020
(৩) Low Buying indent(info) যেমন- baby stroller usages
» এরপর আস্তে আস্তে buying কি-ওয়ার্ডের সাথে info কি-ওয়ার্ড টার্গেট করে পোস্ট তৈরি করব। সাধারণত info কি-ওয়ার্ডগুলো low buyer intend এর হয়।
কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটিটর এনালাইসিসে যে যে টুলসগুলো use করবেন-
» seoquake extention//semrush
» ahref
» MOZ/keywordreveleir
» google keyword planner
কি-ওয়ার্ড রিসার্চের জন্য শুধুমাত্র এ টুলসগুলো ইউস করলেই হবে।
পেইড সাজেশন:
• flikover.com থেকে ahrefs মাসিক 8$ দিয়ে কিনে নিতে পারেন।
# Ahrefs যে কারণে আমার পছন্দঃ
কোনো একটি লিংক-কে ahrefs দিয়ে এনালাইসিস করে ঐ লিংক এর Organic keywords গুলো বের করা যায় এবং ঐ কি-ওয়ার্ডগুলোর বিভিন্ন ম্যাট্রিক দেখে নিশের র্যাংক কি-ওয়ার্ড নিয়ে ভাল আইডিয়া পাওয়া যায়।
যেভাবে আমাজন কি-ওয়ার্ড রিসার্চ করবেন
amazon এর লাখ লাখ প্রোডাক্ট আছে। সেগুলো থেকে ১টা কি-ওয়ার্ড বেজ নিশ সিলেক্ট করা একদিকে যেমন কঠিন কিছু না, অন্যদিকে তা চ্যালেঞ্জকর ও সময় সাপেক্ষও বটে।
এজন্য আমাদের প্রজেক্টকে সাক্সেসফুল করার জন্য রিসার্চ চালিয়ে যাব এবং কিওয়ার্ডসহ কয়েকটি নিশ টার্গেট করব। এরপর যেটা বেস্ট মনে হবে ঐ নিশটা নিয়ে কাজ করব/ প্রজেক্ট স্টার্ট করব।
আমাজন কি-ওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে নমুনা/উদাহরণ হিসেবে কয়েকটা নিশের কি-ওয়ার্ড রিসার্চ দেওয়া হল: (একটা শীটে রিসার্চ করা কি-ওয়ার্ড গুলো নিম্নোক্তভাবে নোট করব)
নিশ ০১:
Niche Category: Power & hand tools
Total Keywords:
keyword ০১: best woodworking table saw
KD: 4
SV: 70
keyword ০২: Best sanders for wood
KD: 3
SV: 400
নিশ ০২:
Niche Category: Woodworking tools
Total Keywords:
keyword 01:
KD:
SV:
keyword 02:
KD:
SV:
keyword 03:
KD:
SV:
নিশ ০৩:
Niche Category: Water sports / kayaking(outdoor recreation)
Total Keywords:
keyword:
KD:
SV:
keyword:
KD:
SV:
নিশ ০৪:
নিশ ০৫:
……
এভাবে রিসার্চ করে করে নোট করা চলতে থাকবে।
এরপর, যে নিশ বেস্ট মনে হবে ও কাজ করার জন্য উপর্যুক্ত মনে হবে সেটার জন্য Total Keywords: ২০+ টা টার্গেট করবে। এভাবে প্রজেক্ট রান করব।
বলে রাখা ভাল, এ প্রাথমিক কিওয়ার্ড রিসার্চ এর পর পরবর্তীতে আর্টিকেল লিখার ক্ষেত্রে ও পোস্ট করার সময়- info keyword ও money keyword গুলোলে আলাদা করে ফেলব।
উদাহরণসরূপ ধরে নিলাম- Keyword & Content Planning এর পাশাপাশি সাইট প্রস্তুত হয়ে গেসে। তখন-
কিওয়ার্ড রিসার্চ ও এনালাইসিস করার পর ফাইনালি যেভাবে অ্যামাজন ওয়েবসাইট প্রস্তুত করব-
ধরে নিলাম-
Domain name : kayaksp***.com
Homepage : Best Kayaks Reviews 2020
(01) Buying kw/sales Page Content Planning:
» ১মে Category গুলো কি কি তা লিস্ট করব।
» এরপর, ঐ প্রত্যেক Category এর আন্ডারে কি কি keyword Article আছে তা লিস্ট করব।
» এরপর, ঐসব(প্রত্যেক) আর্টিকেলের সার্চ ভলিউম(sv) কত তা লিস্ট করব।
Category — keyword Article — SV
যেমন-
» Best Sea and Touring kayak reviews —
• Best touring kayaks — 2000
• Best touring kayaks under $1000 — 1500
• Best kayaks seats — 1350
• Best kayaks Rack reviews — 700
(02) Menu/Category(site):
সাইটের মেনু লং টেইল কি-ওয়ার্ডগুলো লিস্ট করব।
(03) Info Contents:
ইনফো কন্টেন্ট গুলো লিস্ট করব।
(04) Money Contents:
মানি কন্টেন্ট গুলো লিস্ট করব।
এভাবে অ্যামাজন ওয়েবসাইট প্রস্তুত করব।