কোরবানির জন্য সুস্থ ও অসুস্থ গরু চেনার ১০০ ভাগ কার্যকরী উপায়
হ্যালো বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে খোলাসা করব। ঈদ আসছে আপনারা অনেকেই গরু কোরবানি দিবেন। এই জন্য অনেকেই গরু কিনতে যাবেন। কিন্তু দেখা গেল আপনি চিনতে পারলেন না। একটা রোগাক্রান্ত গরু নিয়ে আপনার ভোগান্তির শেষ নেই। এমতাবস্থায় আপনার জন্য নিয়ে এসেছি সমাধান। কোরবানির জন্য সুস্থ ও অসুস্থ গরু চেনার ১০০ ভাগ কার্যকরী উপায়ঃ
১। গরুর গায়ে আঙ্গুলের ছাপ দিয়ে দেখুন, চাপ বসে গেলে বা গর্ত হয়ে গেলে বুঝবেন স্টেরয়েড খাওয়ানো রোগাক্রান্ত গরু।
২। স্টেরয়েড ও এন্টিবায়োটিক খাওয়ানো গরু জোরে জোরে নিঃশ্বাস নেয়।
৩। মুখ দিয়ে সব সময় লালা ঝরে।
৪। সুস্থ গরু সাধারণত চঞ্চল প্রকৃতির হয়, অপরদিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরু খুব বেশি শান্ত স্বভাবের হয় ও চাঞ্চল্যতা খুবই কম দেখা যায়।
৫। অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরুর সামনে খড় কিংবা প্রচলিত খাবার ধরলে আগ্রহ করে খায় না।
৬। সুস্থ গরুর শরীর থাকে সুঠাম, অপরদিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর গরুর মুখ এবং পায়ের কোন অংশে ফোলা থাকতে পারে।
৭। সুস্থ গরুর নাকের উপরটা সব সময় ভেজা থাকে, কিন্তু অসুস্থ গরুর নাক দিয়ে তরল নির্গত হতে পারে।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভিডিওতে দেখুন:
ক্রেডিট/জনস্বার্থেঃ updateguides