টেকনিকাল এসইও
(12) Google analytics একাউন্ট সেটাপ ও সুবিধাসমুহ

Contents
গুগল এনালাইটিক্স কি?
গুগল এনালাইটিক্স(Google Analytice) হচ্ছে এমন একটা অনলাইন টুলস যেটার সাহায্যে একজন ওয়েবমাস্টার তার ওয়েবসাইট এর কোন পোস্টে ভিসিটর কোথাও থেকে আসে, কতটি ভিসিটর আসে, কোন ডিভাইস হতে আসে ইত্যাদি তথ্যাদি দেখতে পারে।
গুগল এনালাইটিক্স একাউন্ট যেভাবে তৈরী করবেন
ধাপ-01: ১মে গুগল এনালাইটিক এ ডুকুন। লিংক- https://analytics.google.com/analytics/web/
ধাপ-02: আপনার GMail আইডি দিয়ে Sign in করুন।
ধাপ-03: setup for free তে ক্লিক করুন।
ধাপ-04: এবার, একাউন্ট সেটাপে আপনার একাউন্ট নেম দিয়ে next এ ক্লিক করুন।
ধাপ-05: এরপর, measure এ web & apps সিলেক্ট করে next এ ক্লিক করুন।
ধাপ-06: এরপর, website name, url, industry category, time zone দিয়ে একাউন্ট ক্রিয়েট করে ফেলুন। ব্যাস একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেসে। আর শুধু সাইটে এ কোড বসানো বাকি রয়েছে।
How To Use Google Analytice In Blogger
ধাপ 07: একাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে একটা ট্রাকিং কোড ও script code শো করবে যেটা আপনার ওয়েবসাইট থিমে বসিয়ে দিন। এজন্য ব্লগারে যা করবেন- tracking id code টা কপি করে blogger.com > setting
> others > Google Analytics এ গিয়ে ট্রাকিং কোডটি বসান।
তাহলে ২৪-৪৮ ঘন্টার পর থেকে আপনার সাইটের রিয়েল টাইম সমস্ত ডাটা ট্রাক করা শুরু হয়ে যাবে।
ব্যাস হয়ে গেল।
How To Use Google Analytice In wordpress
ওয়ার্ডপ্রেস সাইট হলে script code টা কপি করে সাইটের থিম হেডারে বসাতে হবে। এক্ষেত্রে প্লাগিন ব্যবহার করতে পারেন।
সমস্যা প্রশ্ন:
গুগল এনালাইটিক্স কোড থিম হেডারে বসাইছিলাম কিন্তু গুগল এনালাইটিক্সে কোন হিট হয়নি।।তাই গুগল এনালাইটিক্সের কোড ডিলেট করে দিছিলাম।। কিন্তু আজকে নতুন করে গুগল এনালাইটিক্স কোড বসাতে গিয়ে দেখি এই সমস্যা।
এটার সমাধান কিভাবে করবো জানালে উপকৃত হবো.
উত্তর:
1.header code এ প্লাগিন টা use করেন।
or, নিচের লিংকের এই প্লাগিনটা ইউজ করুন, চিন্তামুক্ত থাকুন-
or, wp code editor নামে একটা plugins আছে এটা use করতে পারেন।
তাছাড়া, ১মে Yoast seo বা rank math দিয়ে একবার ট্রাই করতে পারেন।
তবে, সবচেয়ে ভাল হয় প্লাগিন ইউজ না করে যদি ম্যানুয়ালি cpanel থেকে কোড বসান, তাহলে সব ঠিকঠাক কাজ করবে।
এতে কোন প্লাগিন ইউজ না করে cPanel থেকে header.php ফাইল এ গিয়ে কোড টা বসিয়ে দিলে সবথেকে ভালো। কেননা, প্লাগিন দিয়ে করলে অনেক ক্ষেত্রে সেই প্লাগিন ডিলেট করলে সাইটে ডাটা শো করেনা, তখন খুঁজতে থাকেন সমস্যা কোথায়। তাই cpanel থেকে ম্যানুয়ালি করার উত্তম। ধন্যবাদ
তবে কিছু কিছু থিমে কোড বসানোর সুবিধা থাকে। যেমন নিউজপেপার থিমে। এজন্য-
Newspaper > Theme Panel > Analytics/JS Codes section and paste the code in the “Head Script Code” box. Hit the Save, ব্যাস হয়ে গেল।
গুগল এনালাইটিক্সের সাহায্যে যা যা জানতে পারবেন
- ওয়েবসাইটে রিয়েল টাইমে কতজন ভিজিটর active আছে,
- কোন পোস্টটা পড়তেছে,
- কোন দেশ থেকে পড়তেছে,
- কোন টপিক ও সোর্স নিয়ে সাইটে প্রবেশ করেছে,
- মোবাইল, ট্যাবলেট নাকি পিসি অর্থাৎ কোন ডিভাইস হতে এসেছে,
- ভিসিটর কোন ব্রাউজার ব্যবহার করতেছে।
- এছাড়াও, নতুন ট্রাফিক, পুরানো ট্রাফিক কত,
- ভিজিটর কোন কোন পোস্টে মোট কত বার আছে, কোন পেজ কতবার দেখা হয়েছে।
- সাইটের রিটার্ন ভিসিটর কত,
- বাউন্স রেট কত
ইত্যাদি তথ্য জানা যায়।
এভাবে গুগল এনালাইটিক্স হতে আরও অনেক কিছু জানতে পারা যায়।