Update News

ফ্রিল্যান্সারদের ট্যাক্স রিটার্ন কি করমুক্ত? বিস্তারিত জানুন

স্বভাবত আপনার মনে প্রশ্ন জাগতেই পারে- ফ্রিল্যান্সারদের ট্যাক্স রিটার্ন কি করমুক্ত? আসুন এ তাহলে বিষয়ে বিস্তারিত জানি।

বর্তমান যুগ হচ্ছে তথ্য-প্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের দেশে প্রচুর করমসংস্হান সৃষ্টি হয়েছে। এদের বেশির ভাগই বয়সে তরুণ। যাদের বয়স অধিকাংশ ১৮ থেকে ৩৫ এর মধ্যে। এই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যারা আয় করে থাকেন তাদেরকে আমরা সাধারণত ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী বলে থাকি।
ফ্রিল্যান্সারদের মাধ্যমে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আনয়ন করা হয়। ফ্রিলান্সারদের এই অর্জিত আয় সরকার নির্ধারিত খাত অর্থাৎ আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসীলে অন্তর্ভুক্ত হলে তা করমুক্ত হিসেবে পরিগণিত হবে।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসীলে বর্ণিত খাতগুলো হলঃ

  • Software development,
  • Software or application customization,
  • Nationwide Telecommunication Transmission Network (NTTN),
  • Digital content development and management,
  • Digital animation Development,
  • Website Development,
  • Website Services,
  • web listing,
  • IT process outsourcing,
  • Website hosting, Digital graphics design,
  • Digital data entry and processing,
  • Digital data analytics,
  • Geographic Information Services(GIS),
  • IT support and software maintenance service, Software test lab services,
  • Call center service,
  • Overseas medical transcription,
  • Search engine optimization Services,
  • Document conversion,
  • imaging and digital archiving,
  • Robotics process outsourcing,
  • Cyber security services.

    শুধুমাত্র উপরে বর্ণিত খাতগুলো থেকে টাকা অর্জন করলেই করমুক্ত হবে না, সংশ্লিষ্ট ফ্রিলান্সারদের অবশ্যই কিছু শর্ত প্রতিপালন করতে হবে। যথাঃ

  • প্রতিবছরের আয়ের হিসাব ৩০শে নভেম্বর এর মধ্যে ট্যাক্স রিটার্ন এর মাধ্যমে দাখিল করতে হবে।
  • অর্জিত আয় আবশ্যিকভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ দেশে আনতে হবে।
  • ট্যাক্স রিটার্নের সাথে এর রেমিট্যান্স সার্টিফিকেট জমা দিতে হবে।
  • ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট জমা দিতে হবে।
  • যে মার্কেটপ্লেস (upwork , fiverr ইত্যাদি) এ কাজ করা হয়েছে তার সপক্ষে দলিলাদি(যেমনঃ প্রোফাইল ও কাজের তথ্য)
  • পেশার সনদপত্র (যেমনঃ সংশ্লিষ্ট  ফ্রিলান্সার এর যদি গ্রাফিক ডিসাইনার হয়ে থাকে তার সপক্ষে সনদপত্র)

ফ্রিল্যান্সিং কর বিষয়ে মনে রাখতে হবেঃ

  • যদিও আয়টি করমুক্ত কিন্তু আয়কর রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে সংশ্লিষ্ট আয়টি করমুক্ত আয় হিসেবে গণ্য হবে না।
  • ট্যাক্স রিটার্নের সাথে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে।
  • ফ্রিল্যান্সারদের এই ফ্রিলান্সিং থেকে আয় করমুক্ত কিন্তু ফ্রিল্যান্স এর এই করমুক্ত টাকা যখন ব্যাংকে জমা রাখা হয় এবং সেই টাকা থেকে যখন মুনাফা পাওয়া যায়, সেই মুনাফার টাকা করমুক্ত নয়।

Credit: মোঃ রাজু আহমেদ, আয়কর আইনজীবী(01752572676) at Taxman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker