অন পেজ + অফ পেজ এসইও

(74) ধাপে ধাপে কিওয়ার্ড রিসার্চ দ্বারা কিভাবে ফোকাস কিওয়ার্ড নির্বাচন করবেন সম্পূর্ণ গাইডলাইন (+affiliate marketing)

Contents

কি-ওয়ার্ড রিসার্চ এর খুঁটিনাটি বিষয় যা কেউ বলবে না তা জেনে নিন

# প্রথমত, স্মার্টলি কাজ করার পদ্ধতি-
যেকোন কাজ গুছিয়ে সুন্দরভাবে করতে নিজের কাছেও ভাল লাগে, কাজে উৎসাহ পাওয়া যায়।
কি-ওয়ার্ড রিচার্চ সুন্দরভাবে স্মার্টলিভাবে করার জন্যে আমরা আমাদের প্রাইভেট এক্সেসে একটা গুগল ডক ফাইল create করে আমাদের সাইটের কাজটা উপস্থাপনা,সংরক্ষণ করতে পারি। এতে করে যেকোনো অবস্থান থেকে আপনার কাজগুলো গুছিয়ে নিয়ে সামনের দিকে এগুতে পারবেন। এতে এলোমেলো-দিশেহারা হওয়ার সম্ভাবনা কম থাকে, কাজে মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।

# দুইটা মেথডে কি-ওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন-
  • কি-ওয়ার্ড রিসার্চ ফ্রি মেথড
  • কি-ওয়ার্ড রিসার্চ পেইড মেথড

ফ্রি-মেথড দিয়েও ৭০% কাজ করতে পারবেন বলে আশা করা যায়। কয়েকটা ভাল ভাল কি-ওয়ার্ড পাওয়ার টার্গেট করতে হবে।

# আপনি কোন ধরনের ওয়েবসাইট এর জন্য কি-ওয়ার্ড রিসার্চ করবেন তার উপরে অনেককিছু নির্ভর করে। এক্ষেত্রে ওয়েবসাইট এর যে যে ধরন অনুযায়ী কাজ করা হয়-
» অথোরিটি ওয়েবসাইট এর জন্য(অনেকগুলো কি-ওয়ার্ড নিয়ে আগাতে হবে)
» নিশ ওয়েবসাইট এর জন্য(একটা কি-ওয়ার্ড নিয়ে এগুলেই হবে)

# কি-ওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা অনেকে অনেক কঠিন পদ্ধতি

সিলেক্ট করে দিশেহারা হয়ে যাই। এরকমটা করবেন না, সবসময় খেয়াল রাখবেন যাতে কাজটা সহজেই কিভাবে সিম্পলি করা যায়।

keyword research এর জন্য যে সাইটগুলো ব্যবহার করতে পারেন:
এটার ফ্রি মেথডে প্রতিদিন ৩টা লিমিট
মাসে ১০ডলার দিয়ে বাসিক মুডে ১৫টা লিমিট
» লংটেইল প্রো ইউজ করতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং এ ফোকাস কিওয়ার্ড নির্বাচন ও বিস্তারিত গাইডলাইন

» Amazon Affiliate Marketing এ কাজ করার ক্ষেত্রে আপনি যদি নতুন হন, তাহলে নতুনদের জন্য পরামর্শ হল- বেশি সার্চ ভলিউম নিয়ে কাজ না করার, আবার কম সার্চ ভলিয়ম নিয়েও কাজ না করার। এক্ষেত্রে, এ মার্কেটে মানুষজন যেসব কি-ওয়ার্ড 1000-5000 র্যাাঞ্জের মধ্যে সার্চ করে ঐসব কি-ওয়ার্ড নিয়ে কাজ করাটা নতুনদের জন্য বেটার।
একটা কি-ওয়ার্ডকে অনেকভাবে সার্চ করে দেখতে পারেব। এতে হয়ত আশানুরূপ focus কি-ওয়ার্ড  গুলো পেয়ে যাবেন।

» keyword difficulty 30 এর বেশি হলে ঐটা নিয়ে কাজ না করাটা ভাল।

» প্রত্যেক competition সাইট কে আমরা চেক করব। আর নিশ্চিত হব যে, আমরা ওদের সাইট থেকে ভাল সাইট বানাতে পারিব কি-না, তাদের থেকে ভাল কন্টেন্ট দিতে পারব কি-না। এসব সাইটের পেজ অথোরিটি ২০ এর কম হলে,ডোমেইন অথোরিটি ৩০ এর কম হলে এবং ব্যাকলিংক ১০০এর কম হলে ঐটা নিয়ে কাজ করব। পারলে ঔটা নিয়ে কাজ করার জন্য সামনে এগুবো। এক্সাক্টলি এরকম তো আর পাওয়া যাবে না, এরকমটার কাছাকাছি হলেই তা নিয়ে কাজ করব।(নতুনদের জন্য,যাতে কম কম্পিটিশন এ কাজ করে সফল হতে পারে)

» প্রোডাক্ট/ইন্ডাস্ট্রি সিলেক্ট এর ক্ষেত্রে seasonal সার্চ করে এমন product নিয়ে কাজ করব না, যেসব কি-ওয়ার্ড সবসময়/বারমাসি মানুষজন খুজে,সার্চ করে -ঐসব প্রোডাক্ট নিয়ে কাজ করব।

» industry/products সিলেক্ট ক্ষেত্রে এমন ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন যেটা নিয়ে আপনার কিছুটা হলেও আগ্রহ আছে। যেমন- আমার কাছে sports industry গুলো যেমন- best golf এরকম গুলো ভাল লাগে। আবার best airconditionar এগুলো ভাল লাগে না।

» Affiliate এ কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে আমেরিকান মার্কেট সিলেক্ট করে কাজ করাটা ভাল।

» আর একটা কথা,নিজের মাথা খাটিয়ে একটু কাজ করুন। আপনিই বুঝে যাবেন যে কখন কি করতে হবে।

» affiliate সাইটগুলো রিসার্চ, কেস-স্টাডি করতে হবে। এতে ভাল আইডিয়া পাওয়া যাবে।

» কি-ওয়ার্ড রিসার্চ করতেই থাকবে,একদম ডিপে ডুকতে হবে। ইন্ড্রাস্ট্রি বুঝার চেষ্টা করতে হবে।
এভাবে টানা দুইদিন একটানা ট্রাই করলে আশা করি অবশ্যই বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে যাবেন।

» এছাড়াও, প্রোডাক্ট সিলেক্ট এর ক্ষেত্রে কম্পিটিশন কম এমন প্রোডাক্ট সিলেক্ট করব,আবার যেসব প্রোডাক্ট এর দাম বেশি ঐসব সিলেক্ট করলে কমিশনও বেশি পাবেন। amazon এর কমিশন স্ট্রাকচার দেখে নিতে পারেন। আমার সাজেশন হল,৫%এর উপরের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন।

in details/বিস্তারিত:
» ব্রাউজারের একটা ট্যাবে Amazon ওপেন করব, আরেকটা ট্যাবে google ওপেন করব।

Keyword Research Tools গুলো নিয়ে আলোচনা: (ব্যবহারবিধি বিস্তারিত জানতে ক্লিক করুন)

2. Ubbersuggest.io
3.The Google Keyword Planner
4. SEMrush
5. Ahrefs (paid)
» Keyword everywhere,
» Keyword Planner
» KWfinder

কি-ওয়ার্ড রিসার্চ চেকলিস্ট(Keyword Research Checklist):

  1. এসইও কি-ওয়ার্ডগুলো কেমন বা কি কি হতে পারে তা অনুমান করার ক্ষমতা অর্জন করতে হবে এবং খুজে বের করতে হবে।
  2. লং-টেইল কি-ওয়ার্ডগুলো খুজে বের করতে হবে।
  3. LSI কিওয়ার্ডগুলো লিস্ট করা
  4. short tail focus keyword টার্গেট করে আর্টিকেল পাবলিশ করা।
এরপর- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং  মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ নিয়ে বিস্তারিত আর্টিকেলটি পড়তে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker