ই-বুক

Diary of a Muslim kid by Fatiha Ayat Pdf Download

ডায়েরি অব অ্যা মুসলিম কিড ফাতিহা আয়াত Pdf Download

বইঃ  ডায়েরি অব অ্যা মুসলিম কিড
লেখকঃফাতিহা আয়াত
Publisher- অনন্যা
মোট পেজ- ৬৪ পৃষ্টা
ফাইলঃ পিডিএফ

আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানী করে সে সুস্পষ্ট ভ্রান্ত’ ( অল-আহযাব অত্র আয়াতে নারী পুরুষের জন্য ১২টি শিক্ষণীয়, গ্রহণীয় ও আবশ্য পালনীয় আদর্শ রয়েছে যা ধারাবাহিকভাবে উল্লেখ করা হ’ল।

প্রথম আদর্শ ও মুসলিম পুরুষ ও মুসলিম স্ত্রীলােক। ‘মুসলিম’ শব্দের আভিধানিক অর্থ আত্মসমর্পনকারী । আর পারিভাষিক অর্থে আল্লাহ ও তাঁর রাসূলের আইন পালনকারী । عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي قال المسلم من سلم المسلمون من لسانه ويده আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূল ও বলেছেন, ‘পূর্ণ মুসলিম সে পুরুষ বা নারী যার যবান ও হাত হতে অন্যান্য পুরুষ বা নারী নিরাপদে থাকে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬, বাংলা মিশকাত হা/৫)। হাদীছের অর্থ হচ্ছে শরী’আতের হুকুম ব্যতীত যে কোন মানুষকে যে কোন রকমের কষ্ট দেওয়া ইসলাম বিরােধী কাজ। এতে মানুষ পূর্ণ মুসলিম থাকে না। অন্য বর্ণনায় রয়েছে, ‘মুসলিম সে ব্যক্তি যে, নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে অন্যের জন্যও সেটা কল্যাণকর মনে করে’ (আহমাদ, মিশকাত হা/৫১৭১)। মানুষকে কষ্ট দেওয়া সদাচরণ বিরােধী কাজ, যার পরিণাম জাহান্নাম। عن جبير بن مطعم أخبره أنه سمع النبي – يقول لا يدخل الجنة قاطع জুবায়ের ইবনু মুতঈম (রাঃ) বলেন, নবী ঃ বলেছেন, ‘সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯২২. বাংলা মিশকাত হা/৪৭০৫)। কেননা সম্পর্ক ছিন্ন করাই হচ্ছে আদর্শ বিনষ্ট করার মূল । প্রকৃত মুসলমান না থাকার পরিচায়ক।

দ্বিতীয় আদর্শ ও মুমিন পুরুষ ও মুমিন নারী। ‘মুমিন’ শব্দের অর্থ হচ্ছে ঈমানদার। পরিভাষায় ঈমান হচ্ছে কুরআনের উপস্থাপিত বিষয়সমূহকে সত্য বলে মেনে নেওয়া । ব্যবহারিকভাবে ঈমান হচ্ছে কতগুলি গুণের অধিকারী হওয়া।

Diary of a Muslim kid by Fatiha Ayat Pdf Download link: click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker