(103) Blog Commenting for Backlinks || Off Page SEO

Contents
ব্লগ কমেন্টিং কি?
ব্লগ কমেন্টিং এর সংজ্ঞা সহজ ভাষায় এক কথায় বলতে গেলে-
বিভিন্ন ব্লগ সাইটে কমেন্ট করাকে বুঝায়। এসব কমেন্ট করার মাধ্যমে ব্যাকলিংক পাওয়া যায়। এটি অফ পেইজ এসইও এর বেসিক একটি পদ্ধতি যা লিংক বিল্ডিং এর সহজ একটি প্রসেস।
এসইও তে ব্লগ কমেন্টিং এর প্রকারভেদ:
ব্লগ কমেন্ট করে ব্যাকলিংক নেওয়ার ২টি পদ্ধতি রয়েছে-
- ডু-ফলো ব্যাকলিংক
- নো-ফলো ব্যাকলিংক
এসইও তে ব্যবহারিক প্রয়োগের ভিত্তিতে ব্লগ কমেন্টিং ২ প্রকার। যথা–
এখন ব্লগ কমেন্টিং কতটা কার্যকর তা নিয়ে অনেক সংশয় থাকলেও এটি কতটা ইফেক্টিভ তা নিয়ে যদিও অনেক কন্ট্রোভার্সি আছে। কিন্তু অনেক এক্সপার্টরাই এই ব্লগ কমেন্টিং কে খুব গুরুত্ব দিয়ে থাকেন।
John Mueller নামে গুগলের এক কর্মকর্তা কিছুদিন আগে বলেছেন-
ব্লগ কমেন্ট কে গুগল আলাদা চোখে দেখে না। এটি কন্টেন্ট এর অংশই ধরে নেওয়া হয়।
উনার ভাষ্যমতে বুঝাই যাচ্ছে, সঠিক ভাবে ব্লগ কমেন্ট কাজে লাগাতে পারলে মোটামুটি ফ্রিতে অনেকটাই সাইট র্যাংক আনা সম্ভব। যাই হোক, এক্সপার্টরা ব্লগ কমেন্ট বিষয়ে এখনো শিউর দিয়ে কিছু বলে নাই, তাই এটি পরীক্ষা করে দেখার একটা বিষয়। তাই বলা যায়, এটা এখন থিওরেটিকাল এই রয়ে গেসে।
মনে রাখবেন- বেশিরভাগ এক্সপার্টরা ব্লগ কমেন্ট কে গুরুত্ব না দেওয়ার অন্যতম প্রধান একটি কারন হল বেশিরভাগ ব্লগ কমেন্ট এই এখন নোফলো।
তবে আমরা ব্লগ কমেন্ট করতে আলসেমি করব না, যেহেতু এটা ফ্রিতেই করা যায়। তবে খেয়াল রাখব যেসব সাইটে কমেন্ট করব, ওইসব সাইটে যেন স্পাম না থাকে, আর আমরাও যেন স্পাম না ছড়াই।
ব্লগ কমেন্টিং এর উপকারিতা
সম্প্রতি শোনা যাচ্ছে যে, গুগল নাকি নো ফলো কমেন্টকেও খুব গুরুত্বসহকারে দেখছে। যাই হোক, আপনি যদি অথোরিটি সম্পন্ন(হাই DA-PA) এবং নিশ রিলিভেন্ট ব্লগে নোফলো কমেন্ট করে থাকেন সেক্ষেত্রেও অনেক কাজে আসবে।
তার মধ্যে অন্যতম হলঃ
- ১. ব্লগ কমেন্ট করার মাধ্যমে নিশ রিলেটেড সাইটে খুব সহজেই কানেকশন তৈরি করা যায়,
- ২. কোনো ঝামেলা ছাড়াই ফ্রিতেই ব্যাকলিংক তৈরি করা যায়,
- ৩. খুব সহজেই নিজের সাইটে ট্রাফিক জেনারেট করা যায়,
- ৪. নিজের সাইটের অথোরিটি বাড়ানো যায়।
ব্লগ কমেন্ট করার ক্ষেত্রে যে সব বিষয় খেয়াল রাখতে হবেঃ
- ব্লগ সাইটটি EAT মেইন্ট্যান্স কিনা অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে একটিভ কিনা,
- ব্লগ সাইটটির DA, PA এবং Spam Score কেমন তা চেক করা ( বিভিন্ন টুলস যেমন moz এক্সটেনশন enable করা থাকলে তা খুভ সহজে দেখা যায়),
- সাইটটি authority সম্পন্ন কিনা এবং আপনার niche relevant কিনা তা খেয়াল করা। কেননা সম্প্রতি গুগল তার সর্বশেষ এলগোরিদম আপডেটে অনেক ই-রিলেভ্যান্ট ব্যাকলিংক সম্পন্ন সাইটকে ডাউন করে করে দিয়েছে।
ব্লগ কমেন্টিং করার নিয়ম
- অনেকের মতেই ব্লগ কমেন্ট এর ডুফলো এবং নোফলো লিংক এর একটা রেশিও থাকা উচিত এবং নোফলো লিংক ৫-৬ টা হলে সেখানে ২ টা ডুফলো ব্যাক্লিংক রাখা উচিত বলে মনে করে থাকেন।
- ব্যাকলিংক করার সময় এংকর টেক্সট এর দিকে খুবই ভাল্ভাবে লক্ষ্য রাখা উচিত। এংকর টেক্সট এর কারনেই বেশিরভাগ কমেন্ট গুগল স্প্যামিং হিসাবে দেখে। ব্লগ কমেন্ট আপনি করতেছেন সাইট ডেভেলপ করার জন্য, কিন্তু এংকর টেক্সট ঠিক না রাখার কারনে এবং কিওয়ার্ড র্যাংক করার চিন্তা মাথায় রেখে ব্লগ কমেন্ট করলে সাইট প্যানাল্টি ও খেতে পারে।
ব্লগ কমেন্টিং সম্পর্কে অনেক কিছুই বলা হল, এবার আমরা জানব কিভাবে সহজে ব্যাকলিংক করতে পারি।
বর্তমানে বেশিরভাগ ব্লগেই ইন্সট্যান্ট ব্লগ কমেন্ট এপ্রুভ হয় না, সেক্ষেত্রে
ব্লগ কমেন্ট এপ্রুভ হওয়ার কিছু টিপ্সঃ
- আপনি যে পোস্টে কমেন্ট করতে চাচ্ছেন ঐ পোস্টের writer এর নাম মেনশন করে কমেন্ট শুরু করা,
- কন্টেন্ট অনুযায়ী কমেন্টে ভ্যালু এড করা এবং আলোচনা করা,
- অনেকে আছেন আর্টিকেল না পড়েই কমেন্ট করে থাকেন। এটা করা যাবে না। তাই পোষ্ট পড়ে তারপর কমেন্ট করবেন। আরও একটি বিষয়- অন্যের লেখা কপি পেষ্ট করে কমেন্ট করতে যাবেন না,
- অযথা link যুক্ত করা যাবে না, link add করলেও তা যেন রিলিভেন্ট লিংক হয় সেদিকে খেয়াল করবেন। আর লিংকের এংকর টেক্সট দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন।
- আপনার কমেন্টটি যেন খুব short কিংবা খুব long না হয়। চেষ্টা করবেন যাতে করে সহজ, প্রাণচঞ্চল ভাষায় এভারেজ ১০০ word এর ভেতর আপনার কমেন্টটি যেন হয়।