Currently set to Index
Currently set to Follow
Books

বিশ্ব রাজনীতির ১০০ বছর রিভিউ + PDF (তারেক শামসুর রহমান)

বুক রিভিউ বিশ্ব রাজনীতির ১০০ বছর – bisso rajnitir 100 bosor book review

প্রবন্ধ : বিশ্ব রাজনীতির ১০০ বছর
লেখক : তারেক শামসুর রেহমান
কোনো লেখক যদি তার প্রবন্ধ দিয়ে কোনো বিষয়কে ভালোবাসতে শেখান, জানার স্পৃহাকে বাড়িয়ে দেন বহুমাত্রায়, তবে বুঝতে হবে সেই লেখকের লেখায় যাদু আছে৷ তারেক শামসুর রেহমানের ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’ তেমনই একটি বই যেটি পড়ে ভালোবাসতে শুরু করেছি বিশ্বরাজনীতির ইতিহাসকে৷ বইটিতে লেখক তার মেধা ও মননের অপূর্ব মেলবন্ধনে রাজনৈতিক বিশ্লেষণকে দিয়েছেন অপূর্ব মাত্রা৷ শতাব্দীর প্রারম্ভে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধ ও তার পূর্বাপর প্রেক্ষাপট থেকে শতাব্দীর বিদায় দশকে অনুষ্ঠিত পরিবেশ সম্মেলন এবং তৎমধ্যবর্তী যাবতীয় রাজনৈতিক ঘটনা দুর্ঘটনা চমৎকারভাবে বিশ্লেষিত হয়েছে এই বইয়ে৷
‘The great questions of the day are not decided by speech and majority votes, but by blood and iron.’
বিসমার্কের এই উক্তির মধ্যেই যেন লুকিয়ে ছিল প্রথম বিশ্বযুদ্ধের বীজ৷ আর তাতে অনুঘটক হিসেবে কাজ করেছিল উগ্র জাতীয়তাবাদ, পরস্পর বিরোধী ত্রি-শক্তি মৈত্রী ও ত্রি-শক্তি আঁতাত, সামরিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার বিধ্বংসী মহড়া। পরিণামে বিশ্ব দেখেছে নেপোলিয়ান যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধের চেয়ে ভয়াবহ এক যুদ্ধ।
আমার দ্বারা আর সম্ভব না এই বইয়ের রিভিউ লেখা। 🥰
এক শতাব্দীর তথ্যবহুল ইতিহাস আমি এক লেখায় কেমনে লিখবো!?

bisso rajnitir 100 bosor book review – বুক রিভিউ বিশ্ব রাজনীতির ১০০ বছর

বই : বিশ্ব রাজনীতির ১০০ বছর
লেখক : তারেক শামসুর রেহমান
প্রকাশনী : শোভা প্রকাশ
গত শতাব্দের মূল বিষয় গুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে বইটিতে। বর্তমান আধুনিক পৃথিবীর রুপকার বলতে গেলে গত শতাব্দ। প্রথম বিশ্ব যুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব, জাতিসংঘের উত্থান, সমাজতন্ত্রের উত্থান-পতন, ভিয়েতনাম যুদ্ধ, যুদ্ধ পরবর্তী ইউরোপীয় রাজনীতি, চীনের উত্থান, আমেরিকার নিঃসঙ্গতার নীতি পরিহার, মধ্যপ্রাচ্য সংকট সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় লেখক ফুটিয়ে তুলেছেন। গ্রন্থটি মূলত রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য একটি রেফারেন্স বই।
সাধারণ পাঠকরাও বইটি পড়ে বিশ্ব রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। একজন পাঠক হিসেবে বলতে গেলে বলতে হয়- অসাধারণ বই। বিংশ শতকের রাজনীতির ইতিহাসের সবকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাখ্যা সুন্দরভাবে দেয়া হয়েছে। গত শতাব্দের রাজনীতি ছাড়াও একবিংশ শতকের জন্য ভবিষ্যদ্বাণী, স্যামুয়েল পি হান্টিংটনের সভ্যতার সংকট নীতির আলোকে আমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা, নয়াবিশ্বের অর্থনৈতিক অবস্থা, পরিবেশ নিয়ে আলোচনা ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়েছে এখানে। রাজনৈতিক জ্ঞান পিপাসুরা বইটি পড়ে তৃপ্তি ও সুখ লাভ করবেন এটা নিশ্চিত.

pdf link

বইঃ বিশ্ব রাজনীতির ১০০ বছর [ Download PDF ]
লেখকঃ তারেক শামসুর রেহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker