Currently set to Index
Currently set to Follow
Apps & Software

বাংলা সাবটাইটেল সফটওয়্যার (Top Software)

বন্ধুরা, আজকে নিয়ে এলাম বাংলা সাবটাইটেল সফটওয়্যার। Bangla subtitle software free download list :

হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন কিছু দরকারি সাবটাইটেল তৈরি করার অ্যাপস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাকে অনেকভাবে সাহায্য করবে যেমন সফটওয়্যারগুলোর ইন্টারফেস খুবই সহজবোধ্য।  যা আপনাকে অনায়াসে srt, ASS, DKS, SCR, SUB, etc format এ সাবটাইটেল বানাতে সহায়তা করবে।

1. Subtitle Workshop

2. Jubler

3. SubtitleCreator

4. Open Subtitle Editor

5. SubMagic

6. iToolSoft Movie Subtitle Editor

এই সফটওয়্যারগুলোর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে আপনি মুভি দেখে দেখে মুভির সাথে সাথে রানটাইম মিলিয়ে সাবটাইটেল তৈরি করতে পারবেন, যেটা খুব সহজ হবে যে কারো জন্যে।

প্রথমবার যখন আমি Open Subtitle Editor সফটওয়্যারটি ব্যবহার করলাম, তখন আমার কাছে এর ইন্টারফেস খুব ভালো লাগলো । এরপর থেকে সফটওয়্যারটি আমি ব্যবহার করা শুরু করলাম।  পরবর্তীতে আমি Subtitle Workshop, Jubler ও onyany অ্যাপস ব্যবহার করে দেখলাম। তার মধ্যে SubMagic আমার কাছে সবচেয়ে ভালো লাগলো।

আশা করি, বাংলা সাবটাইটেল বানানোর এই সফটওয়্যার গুলো আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker