Currently set to Index
Currently set to Follow
অফ পেজ এসইও

(105) Automatic Blog Comenting || Off Page SEO

More Blog Comenting: প্লাগিন ব্যবহার করে অটোমেটিক কমেন্ট করে ব্যাকলিংক পাওয়ার পদ্ধতি:-

এ টেকনিক্যাল পদ্ধতিতে কমেন্ট করা খুবই সহজ। এটা একটি অটোমেটিক পদ্ধতি।
আমাদের কমেন্ট করার স্টাইল হতে হবে প্রফেশনাল লেভেলের যাতে একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে কমেন্টের কাজটি সু-সম্পন্ন হয়। এজন্য কিছু ধাপ অনুসরণ করব।

১ম ধাপ:
Serps Damn it লিখে গুগল সার্চ করলে onlinesales.co.uk এ সাইটটা পেয়ে যাবেন। এ সাইটের Serps redux এটা দরকার

পড়বে। এটা একটা প্লাগিন যা টেনে এনে শর্টকাট বুকমার্ক প্লেসে ড্রাক করে নিয়ে আসতে হবে।


২য় ধাপ:
এবার আমাদের টপিকের উপর একটা গুগল সার্চ দেব।
যেটা লিখে গুগল সার্চ করব-
“Topic keyword” + “comentluv”
যেমন- “golf” + “comentluv” লিখে সার্চ করা।
এখানে comentluv একটি প্লাগিন এটার মাধ্যমে এভাবে লিখে সার্চ দেওয়ার সুবিধা হচ্ছে এভাবে সার্চ দিলে যে সাইটগুলো আসে ঐগুলোতে কমেন্ট করলে অটোমেটিক এপ্রুভ হয় এবং আমাদের সাইটের লেটেস্ট পোস্টের ।

৩য় ধাপ
এখন,গুগল সার্চের tools এ গিয়ে সার্চ রেসাল্ট last month করে দেব।
আবার, গুগল সার্চের setting এ গিয়ে যা যা করব-
never show instant results সিলেক্ট করব
Results per page ১০০ করে দেব।
তারপর save দেব।
এতে করে গুগল সার্চ রেসাল্ট পেজে একসাথে ১০টির পরিবর্তে ১০০টি রেসাল্ট শো করবে।
এখন আমাদের শর্টকাট বুকমার্কে তৈরিকৃত Serps redux এ ক্লিক করলে গুগল পেজটার সব লিংক শো হবে।
এখন plan listing থেকে দরকার নেই এমন লিংক বাদে বাকিসব লিংক কপি করব এবং সেটি একটা এক্সেল ফাইলে পেস্ট করে সংরক্ষণ করব।
এক্সেলের মেনুতে লিংকগুলোর সারির মেনু নেম দেব opportunities এর, আরেকটা সারিতে মেনু নেম দেব coment dates এর।
এভাবে ১০০-১৫০টা লিস্ট করে প্রতিদিন ৫-১০টা কমেন্ট করলে যথেষ্ট।
এ পদ্ধতিতে কাজের হিসাব রেখে সুন্দরভাবে কার্য সম্পাদন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker