অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স
(04) অ্যামাজন অ্যাফিলিয়েট মাইক্রো নিশ সিলেকশন স্টার্টাপ গাইডলাইন

Contents
হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অ্যামাজন ওয়েবসাইট তৈরিতে কোন ধরনের নিশ ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিৎ সেটা নিয়ে।
বেস্ট নিশ সিলেক্ট করার পদ্ধতি
আমাজনের টার্গেটেট যে নিশ সাইট বানাব সেটা অর্থাৎ আমাজন নিশ সাইট নির্বাচনে যে বিষয়গুলো মাথায় রাখবেন-
» আমাদের টার্গেট Niche Category সাইটটি শুধু নিশে সীমাবদ্ধ না রেখে যেন সেমি-অথোরেটিভ হয়।
» টার্গেট কি-ওয়ার্ড দ্বারা ঐ নিশ-সাইটটা এমনভাবে সিলেক্ট করব যাতে করে আমাদের সাইটটা টপিক্যালি অথোরেটিভ হয়। অর্থাৎ ঐ কি-ওয়ার্ড সাইটটি যেন একটা এক্সপার্ট ইন্ড্রাস্ট্রিক সাইটকে রি-প্রেজেন্ট করে।
» commission rate বেশি এমন ইন্ড্রাস্ট্রি সিলেক্ট করা। আমাজন প্রোডাক্ট বেস রেট তালিকা দেখার লিংক:
আমাজন এফলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে যা যা করাযাবে না / যেসব প্রোডাক্ট সিলেক্ট করা যাবে না
» e- commerce সাইট দখলে রাখে এমন প্রোডাক্ট ।
» KD কম হলেও বড় বড় সাইট গুলোর সাথে কম্পিটিশন করে পেরে উঠতে পারবেন না। so be careful.
বড় সাইট কিভাবে বুঝবেন? SEOquake tools কোনো সাইটের traffic,DA,PA,index Page দেখে সহজেই বুঝা যায় সাইট বড় নাকি ছোট।
বিঃদ্রঃ (ব্যাতিক্রমী ট্রিক,যা কেউ বলে না)
গতানুগতিক নিয়মে সবসময় শুধু কম্পিটিটর সাইট গুলোর DA,PA বেশি দেখে ভয় পাওয়া যাবে না। এক্ষেত্রে তাদের কন্টেন্ট কেমন তাও দেখতে হবে। যদি দেখা যায়, তাদের থেকে আমরা বেটার কন্টেন্ট দিতে পারতেছি, তাহলে আমরা কম DA,PA দিয়েও র্যাংক করতে পারব। তবে index page বেশি হলে কম্পিটিশন করতে যাবেন না, কেননা পুরাণ সাইট গুলোকে গুগুল বেশি প্রাধান্য দেয়, তাই এসব সাইটকে পেছনে ফেলতে কম করে হলে ১বছরের বেশি খাটুনি দিতে হবে যা খুবই কষ্টসাধ্য।
50 Niche Site Idea for amazon niche Site
লিংক-
এখানে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর জন্য ৫০টি নিস আইডিয়া দিলাম যেগুলোর যথেষ্ট ভ্যালু রয়েছে। খুব অল্প সময়ে দেওয়ার চেষ্টা করেছি যার ফলে কিওয়ার্ড সার্চ ভলিয়ম, কম্পিটিটর আনাল্যসিসসহ বেশ কিছু কার্যকরী তথ্য দিতে পারি নি।
এছাড়াও, আরও ডিপলি জানতে নিচের পিডিএফটি দেখুন।
নিশ সাইটের কন্টেন্ট স্ট্রাকচার – Content & structure
কম্পিটিটর সাইট দের স্ট্রাকচার গুলো আগেই নোট করে রাখব। এরপর আমাদের টার্গেট থাকবে তাদের থেকে আরও ভাল কিছু আমাদের সাইটে ইনপুট দিতে। যা আমরা সঠিক কি-ওয়ার্ড বসানোর মাধ্যমে করব।
# কম্পিটিটর সাইট গুলো কোনটি কেমন অর্থাৎ নিশ সাইট,নাকি অথোরিটি সাইট, নাকি ই-কমার্স সাইট তা জেনে জেনে নিয়ে আগাব। এরপর তাদের থেকে বেটার সাইট বানানোর জন্য কাজে লেগে যাব।