সাইটস্ট্রাইপ ছাড়া আমাজন লিংক ক্রিয়েট করার পদ্ধতি

সাইটস্ট্রাইপ ছাড়া আমাজন এফিলিয়েট লিংক ক্রিয়েট করবেন যেভাবে :-
গতকাল থেকে আমাজন সাইটস্ট্রাইপ শো করছে না তাদের টেকনিক্যাল সমস্যার কারনে। অবশ্য আজ আমার ব্রাউজারে শো করছে।
তবে যারা এখনো সাইটস্ট্রাইপ পাচ্ছেন না, কিংবা যারা ম্যানুয়ালী লিংক ক্রিয়েট করতে জানেন না তাদের জন্য এই পোস্ট।
১/ আপনার আমাজন এসোসিয়েটে লগিন করুন।
২/ মেন্যুবার থেকে Product Linking > Product Links এ যান। (১ ম ছবিতে দেখুন)
২/ যে পেজ আসবে ওখানে প্রোডাক্ট ASIN দিয়ে Go দিন। তারপর নিচে ডানদিকে Get Link বাটনের ডানের এরোতে ক্লিক করুন। টেক্সট লিংক চলে আসবে। কপি করে নিন। (২ নং ছবিতে দেখুন)
৩/ ইমেজ লিংক নিতে চাইলে Get Link এ ক্লিক করুন। পরের উইন্ডোতে Image Only ট্যাব এ ক্লিক করুন। নিচে ইমেজের HTML প্রদর্শিত হবে। কপি করে নিন। (৩ নং ছবিতে দেখুন)
এখান থেকে টেক্সট লিংক, ব্যানার লিংক ও নিতে পারবেন।
ভালো থাকুন। হ্যাপি এফিলিয়েটিং!
©SEO MasterMind Bangladesh