Currently set to No Index
Currently set to No Follow
Books

শিক্ষানীয় পোস্ট: আমার শুভাকাঙ্ক্ষী

শিক্ষানীয় পোস্ট
এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার ছেলেকে বললেন-
“আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো””
ছেলেটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো-
“আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো!!
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের

জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন’তেই পায়নি !! যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।।
বাবা আশ্চর্য্য হয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন-
“বাবা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না !! আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়??”
ছেলেটি উত্তরে বললো-
“যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী !!
তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।।”
মুলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি !! তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না !!FB IMG 1638017705329

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker