বই ভালো রাখার উপায় – বইয়ের যত্ন
বই সংরক্ষনের ব্যাপারে কিছু পরামর্শ। বই ভালো রাখার উপায় নিম্নরুপ:
১। বুকশেল্ফে বই সবসময় গুছিয়ে রাখুন। পড়া শেষে পুনরায় বইটি জায়গা মত রেখে দিন।
২। বই বুকশেল্ফ থেকে নেবার সময়, বইয়ের উপরের কোনা ধরে টেনে বই বের করা থেকে বিরত থাকুন, মাঝে ধরে তারপর পুরো বই টানুন। এ জন্য বই আঁটসাঁট ভাবে রাখবেন না, কিছু ফাঁকা রাখুন যেন আঙ্গুল ঢুকিয়ে পুরো বই টেনে আনা যায়।
.
বইয়ের যত্ন।
পর্ব – ২
.
প্রথম পর্বে গুরুত্বপূর্ণ কিছু টিপ্স আপনাদের সাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ্। আজ আরও কিছু করার চেষ্টা করবো বি ইযনিল্লাহ।
.
✦ স্বচ্ছ মলাট।
যখন প্রাইমারি স্কুলে পড়তাম। নতুন ক্লাসে উঠলেই, নতুন বই গুলো মলাট করার একটা উৎসব আমাদের মাঝে দেখা যেত। চোখে মুখে আনন্দ নিয়ে, নতুন বই গুলো নেড়ে চেরে, গন্ধ শুখে, এই উৎসব উপভোগ করতাম। সাধারণত বড় কেউ এই মলাট টা করে দিতেন।
.
আপনি চাইলে এ কাজটি করতে পারেন। বাজারে গাম ছাড়া পলি পাওয়া যায়, একটু মোটা কিনবেন, তারপর স্কচ টেপ দিয়ে পলি করে নিতে পারেন। চেষ্টা করবেন স্কচ টেপের ব্যাবহার যত কম করা যায়। ইউটিউবে সার্চ দিলে বহু আহসান পদ্ধতি পেয়ে যাবেন ইন-শা-আল্লাহ।
.
✦ কভারের যত্ন।
পেপার ব্যাক কভারের বই গুলো, বুকমার্ক সহ পড়ুন। প্যাপার ব্যাক বই গুলোতে ফিতা দেওয়া থাকেনা। তাই বুকমার্ক ব্যাবহারে, বই পড়তে যেমন সুবিধা হয় তেমনি পেজে কোনা ভাজ করতে হয় না।
.
হার্ড বাইন্ডিং মোটা মোটা বই গুলো, কুশন বা বালিশের ফাঁকে রেখে পড়া উত্তম। এতে বইয়ের স্পাইন ভাঙার সম্ভবনা থাকে না। হঠাৎ জরুরী প্রয়োজনে বই উল্টো করে রেখে চলে যাবেন না। এতেও বইয়ের একই রকম ক্ষতি হতে পারে।
.
✦ খাওয়া পড়া।
আমরা অনেক সময় চা বা অন্য স্ন্যাক খেতে খেতে বই পড়ি। এসময় সাবধানতা অবলম্বন করতে হবে। একটু অসাবধানতায় বইয়ের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই খেতে খেতে না পড়াই উত্তম।
আজ এতটুকুই..। আগামী পর্বে ইন-শা-আল্লাহ আবার নতুন কিছু পরামর্শ নিয়ে আসবো ইন-শা-আল্লাহ।
৩। যে বই গুলো আর সহজে ধরবেন না সেগুলোর জন্য আলাদা জায়গা করুন অথবা পলি দিয়ে প্যাক করে রাখুন, আপনারা প্রায় প্রতিটি বইয়ের সাথেই পলি পাচ্ছেন, যত্ন করে পলি গুলি রেখে দিন, প্রয়োজনে এভাবে কাজে লাগান।
.
৪। পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে কালোজিরা পুটলি বেঁধে বা ন্যাপথলিন বিভিন্ন শেল্ফে ফেলে রাখুন।
.
৫। নিয়মিত কাপড় দিয়ে, শেল্ফে ও বইয়ের উপর জমে পরা ধুলো গুলো ঝেড়ে ফেলুন।