Question and Answer Bangla
জানুন : ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো?

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটা জানার অনেকগুলো উপায় আছে. যেমন- ১) অনলাইনে ২) আপনি এসএমএসের মাধ্যমেও দেখতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা সেটা. এই জন্য আপনাকে যা করতে হবে তা নিম্নরূপ বলছি-
১। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে যান ।
২। এরপর “DL রেফারেন্স নম্বর” টাইপ করুন । রেফারেন্স নম্বর এ যদি কোনো ডেশ (“-”) সেটা বাদ দিবেন। বিআরটিসি হতে পাওয়া এ্যাকনলেজমেন্ট স্লিপ সেখানে এই রেফারেন্স নম্বর পাবেন।
৩। এরপরে মেসেজটি 6969 নম্বরে পাঠিয়ে দিন। এক্ষেত্রে দেখবেন যে ওরা আপনাকে একটা ফিরতি মেসেজ পাঠাবে যেখানে যুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা কেমন তা জানা যাবে।