টেকনিকাল এসইও

(01) টেকনিক্যাল এসইও চেকলিস্ট ২০২০ সম্পূর্ণ গাইডলাইন ও কোর্স পরিচিতি || Technical SEO Checklist 2020-21

হ্যালো ডিজিটাল মার্কেটার বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গোছানো ফ্রি টেকনিক্যাল এসইও সিরিজ পোস্ট করার প্রয়াসেই আমার এ আর্টিকেলটি। ভবিষ্যতে Teqnical SEO এর আপডেট আসলে তা এ পোস্টে (নিচের দিকে) যুক্ত করা হবে।

আর হ্যা, আর্টিকেলগুলো এমনভাবে সিরিজ আকারে লিখা হয়েছে যাতে করে বিগেনার থেকে শুরু করে এডভান্স লেভেলের সবাই খুব সহজেই বুঝতে পারে এবং তার ওয়েবসাইটে শুরু থেকে প্রয়োগ করতে পারে।

জেনে রাখুন, এসইও সম্পর্কে আপনার জ্ঞান যতটুকুই থাকুক না কেন, এ সিরিজ পোস্টে কিছু এডভান্স আর্টিকেল পাবেন। এজন্য চেকলিস্টটি একবার চোখ বুলিয়ে দেখুন।

প্রাথমিকভাবে পোস্টগুলো যেমনই হোক, হয়ত কিছুটা ভুলত্রুটি থাকতে পারে। তবে আস্তে আস্তে সময় ব্যবধানে সব পোস্ট আরো আপডেট করা হবে এবং ভিডিও টিউটোরিয়ালও যুক্ত করা হবে।  তবে হ্যা, কোনো কিছু না বুঝে থাকলে অথবা পোস্টগুলোয় কোনো ভুলত্রুটি চোখে পড়লে তা জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।

টেকনিক্যাল এসইও চেকলিস্ট /সূচিপত্র:

  1. সাইটম্যাপ তৈরি ও গুগল সার্চ কনসোল সেটাপ গাইডলাইন
  2. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর জন্য Google search console এর xml SiteMap Submit করা
  3. Yahoo সার্চ ইঞ্জিনে sitemap যুক্ত করা
  4. yandex search এ sitemap সেট করা
  5. সাইলো স্ট্রাকচার (silo structure)
  6. রিচ রিভিউ স্কিমা ট্যাগ/ রিভিউ স্নিপেট(review schema)
  7. ক্যানোনিক্যাল ট্যাগ (canonical tag)
  8. Text navigation, Strong/Bold text, Image names, (No follow, Do follow link), Fully-qualified links
  9. 301 redirect & 404 error
  10. (Find & Fix Broken link/Link development)
  11. W3C Validation
  12. Inspect url
  13. সাইট অডিট ফর এসইও (Site audit & seo audit)
  14. Disavow link Checker + Disavow file generator + disavow backlink tools
  15. RSS feed ক্রিয়েট
  16. Html Sitemap ক্রিয়েশন
  17. ব্যাসিক SiteMap page ক্রিয়েশন
  18. For Adsense & other Important Page Create (Privacy Policy page/statement,/Disclaimer, Contact page/information etc)
  19. Cookies Consent
  20. Amp setup
  21. সকল tags পরিচিতি
  22. সকল Meta tag পরিচিতি
সাজেশন: কাজের সুবিধার্থে টেকনিক্যাল এসইও চেললিস্ট কে ২ভাগে ভাগ করে কাজ শুরু করবে।
(১) ব্যাসিক নলেজ অফ টেকনিক্যাল এসইও (পর্ব ১ম থেকে ৭ম পর্ব পর্যন্ত)
(২) এডভান্স লেভেলের টেকনিক্যাল এসইও (পর্ব ৮ম থেকে শুরু করে বাকি পর্বগুলো..)
আমি একা একটি মানুষ। কিছুটা একাডেমীক চাপে আছি, তাই সময় স্বল্পতার কারণে কিছু আর্টিকেল পাবলিশ করা এখনো বাকি আছে, তবে লেখালেখির কাজ চলছে। পাশেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker