অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

(02) অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? শেখার উপায় ও সম্পূর্ণ গাইডলাইন ব্যাসিক

Contents

অ্যামাজন-অ্যাফিলিয়েট-মার্কেটিং
 অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে হলে আপনাকে প্রথমত কয়েকটি ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যেমন-
  • অ্যাফিলিয়েট মার্কেটিং কি? এটি কিভাবে কাজ করে সেটা।
  • Amazon সহ অন্যান্য Affiliate Marketing এর সুবিধা-অসুবিধা।
  • এছাড়াও, affiliate site রেডি করা থেকে শুরু করে আরও বেশ কিছু খুঁটিনাটি ইত্যাদি বিষয়গুলো জানতে হবে।
এ আর্টিকেলের মাধ্যমে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য সব ব্যাসিক খুঁটিনাটি তথ্য নাড়ি-নক্ষত্র শর্টকাট আলোচনা করার চেষ্টা করব। তো, শুরু করা যাক-

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

ইন্টারনেটের প্রসারের ফলে বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট কেনা-বেচা বেড়েই চলেছে । এসব পণ্য বা প্রোডাক্ট ও সেবা বেচা-কেনার জন্য বিভিন্ন কমার্শিয়াল সাইট বা প্রতিষ্ঠান(কোম্পানি) রয়েছে। যেমন-
» Amazon,
» Flipcart,
» ebay,
» Alibaba,
» Aliexpress ইত্যাদি। পণ্য বা প্রোডাক্ট বেচা-কেনার জন্য যে কমার্শিয়াল কোম্পানি সাইট সবার প্রথমে রয়েছে সেটিই হচ্ছে অ্যামাজন সাইট।
অ্যামাজন এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু আছে, চাইলে যেকোনো ওয়েবমাস্টার বা ওয়েবসাইট এর মালিক তাতে অংশগ্রহণ করতে পারে।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

আমরা আগেই জেনেছি যে, অ্যাফিলিয়েট মার্কেটিং(Affiliate Marketing) এর মানে হচ্ছে অ্যামাজন এর মত থার্ড পার্টি কোম্পানি সাইট গুলোর প্রোডাক্ট/পণ্য বিক্রির জন্য প্রচারণা করা।
এ প্রচারণা করার জন্য আপনার একটা ওয়েব সাইট তৈরি করতে হবে। এরপর অ্যামাজন সাইটের পণ্যের প্রচার করার জন্য তাদের বিভিন্ন পণ্যের বিস্তারিত তথ্য নিয়ে আপনার সাইটে অ্যামাজন প্রোডাক্ট লিংক সংযুক্ত আর্টিকেল/কনটেন্ট লিখতে হবে।
 এতে করে কি হবে? যখন কোনো ক্রেতা ঐ পণ্য গুগল/সার্চ ইঞ্জিনগুলোতে খোজ করে আপনার সাইটে প্রবেশ করে এবং আপনার সাইটের আর্টিকেল পড়ে ঐ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে অনুপ্রাণিত হয়ে আপনার দেওয়া এফিলিয়েট(আমাজন) লিংকে ডুকে ঐ প্রোডাক্ট ক্রয় করে, তখন আপনি অ্যামাজন হতে একটা কমিশন পাবেন।
অ্যামাজন বিভিন্ন পণ্য ভেদে ৪% থেকে ১০% এর মতো

পর্যন্ত কমিশন দেয়। তাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে পারেন ও ক্যারিয়ার গড়তে পারেন। যদিও বর্তমানে এ ক্ষেত্রটায়ও কম্পিটিশন কিছুটা বেড়ে গিয়েছে।


অর্থাৎ,
Amazon website নিজে ডিরেক্ট পণ্য সেল করে। অ্যামাজনে বিভিন্ন বিক্রেতারা তাদের পণ্য সেল করার বিজ্ঞাপন দেয়। আর আমরা অ্যাফিলিয়েট মার্কেটাররা তাদের প্রোডাক্ট যাতে বিক্রয় হয় সেজন্য তাদের প্রোডাক্ট প্রমোট করব। বিনিময়ে একটা কমিশন অর্থ পাব।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার উদাহরণঃ

 মনে করুন, আপনার নিজস্ব একটা ওয়েব সাইট রয়েছে যেখানে আপনি golf খেলার পণ্য নিয়ে লেখালেখি করেন । এখন, ধরুন ভিসিটররা দৈনিক আপনার সাইটের আর্টিকেল পড়ে এবং আপনার দেওয়া আর্টিকেল লিংক হতে আমাজনে গিয়ে গড়ে ১০০ডলারের ৫ টি golf খেলার পণ্য ক্রয় করল অর্থাৎ আমাজন golf খেলার ৫টি পণ্য বিক্রি করতে পারল। তাহলে ওই দিনে আমাজন মোট ৫০০ ডলারের golf খেলার পণ্য  বিক্রি করল । তার মানে মাসে ১৫০০০ ডলারের বিক্রি করল আমাজন থেকে । আপনার কমিশন যদি ৫% হয়, তাহলে এই ১৫০০০ ডলারের ৫% হয় 750 ডলার, যা আপনার সাইট হতে ইমকাম করতে পারছেন এক মাসে।  আশা করি বুঝতেই পারছেন যে,আমাজন হতে কিভাবে অনায়াসে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব।

আমাজন এফিলিয়েট মার্কেটিং সাইট কি?

» অ্যামাজন অফিশিয়াল ওয়েবসাইটের লিংক: www.amazon.com
» kayaks boat নিয়ে তৈরি করা একটি amazon affiliate sites এর উদাহরণ-
» kayakspoint.com (কায়াকিং/স্পোর্টিং নিশ সাইট)
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বললে সবার আগে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা আলোচিত হয়। তাই এ কোর্সে আমাজন এফিলিয়েট নিয়ে বিস্তারিত জানব।

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং পেমেন্ট ম্যাথডঃ

Amazon যেহেতু আমাদের প্রোডাক্টের কমিশন হিসেবে টাকা দেয়। তাই প্রোডাক্টের দাম যত বেশি, আপনি তত বেশি কমিশন পাবেন।
আর বর্তমানে Amazon এর এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি amazon এ ভিসিটর পাঠালে সে যেই প্রোডাক্টই কিনুক,আপনি কমিশন পাবেন।

এক্সটা কিছু বার্তা:
চাইলে পেইড মার্কেটিং করে সেল বাড়ানো যায় অথবা টার্গেটেড অডিয়েন্সের কোনো ফোরামে গিয়েও সেল করাতে পারা যায়।

 অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন ব্যাসিকস

উপরের অংশটুকু যদি পড়ে থাকেন, তাহলে ধরে নিলাম আমাজন সাইট কি/কেমন তা আপনার ভালভাবে জানা।
আর এজন্যই আশা করি, আমাজন নিশ সাইট নিয়ে কাজ করার জন্য এ কোর্সের পরবর্তী সব এডভান্স আর্টিকেল আপনাকে সঠিক দিক-নির্দেশনা দেবে। যা পর্ব আকারে সম্পূর্ণ গাইডলাইন বুঝিয়ে দেওয়া হবে।
জানিয়ে রাখা ভাল, আমার আর্টিকেল গুলো আমি ইন্টারনেট এর বিখ্যাত সব পডকাস্ট থেকে আইডিয়া নিয়ে নিজের মত সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি। আমাজন এফিলিয়েট মার্কেটিং ফুল গাইডলাইন শিখতে আমি এদের অনুসরণ করেছি। যেমন- nshamim pro, khalid farhan pro, moz pro, income school সহ ইত্যাদি পেইড কোর্স থেকে । আশা করি, ফ্রিতে এসব পেইড কোর্স হতে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি তা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারব এবং আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন।
so, বাকি সবার মত আমার আর্টিকেলকেও গতানুগতিক পোস্ট ভেবে আর্টিকেলগুলো পড়া থামিয়ে রাখবেন না। সামনের পর্ব গুলোতে চমক অপেক্ষা করছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই, কিভাবে শিখব?

  • যথেষ্ট আগ্রহ বা প্যাশন থাকতে হবে।
  • ভালভাবে আয়ত্ত করার জন্য অনলাইন হোক, কিংবা অফলাইনে যেকোনো জায়গায় আপনাকে একটা কোর্স করতে হবে।
  • বিভিন্ন ব্লগ পড়ার অভ্যাস করতে হবে।
  • ডিজিটাল মার্কেটিং সেক্টর সম্পর্কে যথেষ্ট ভাল ধারণা থাকতে হবে।
  • সাইট rank করাতে অনেক সকয় লাগতে পারে, তাই এফিলিয়েট মার্কেটিং করতে প্রচুর ধৈর্য্যের প্রয়োজন।
  • আমাজন এফিলিয়েট মার্কেটিং এ সংযুক্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে থেকে ধারণা নিতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো ?

  • বিগেনার হিসেবে শুরুর দিকে আপনি কম কম্পিটিশন এমন ছোট একটা নিশ নিয়ে আগাতে পারেন।
  • এমন নিশ নিয়ে কাজ করা উচিৎ যেটা নিয়ে আপনার আগ্রহ ও আইডিয়া আছে। যেমন- আমার কাছে স্পোর্টস নিশ ভাল লাগে।
  • আমাজন যে প্রোডাক্টে কমিশন বেশি দেয় ঐ নিশ নিয়ে কাজ করলে ভাল ইনকাম হবে-তাই এমন নিশ নিয়ে কাজ করবেন।
  • google trend curve দেখে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যে নিশ এর চাহিদা সারাবছর থাকে। যেমন- আপনি যদি একটা নির্দিষ্ট মোবাইল মডেল নিয়ে কাজ করেন তাহলে ভুল করবেন, কেননা নতুন মডেল বের হলে ঐ নির্দিষ্ট মডেলের সার্চ ভলিউম কমে যাবে।
  • সাইটিকে ব্রান্ডিং এ পরিণত করার চেষ্টা করতে হবে।
  • টাইম ইনভেস্ট ও কিছু পরিমাণ অর্থ ইনভেস্ট করার মত মন মানুষিকতা নিয়ে আগাতে হবে।
  • ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন আপডেট জানতে বিভিন্ন গ্রুপে, ফোরামে নিজেকে যুক্ত রাখতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এ যা যা করা যাবে নাঃ

  • এফিলিয়েট নিশ নিয়ে কাজ করলে আমি কেমন টাকা কামাতে পারব,আগ থেকে এসব চিন্তা করা যাবে না।
  • কাজ শুরুর কত দিন পর টাকা আসতে শুরু করবে
  • আমার সাক্সেস হওয়ার সম্ভবনা কত
  • প্রজেক্ট শুরু করার আগে এ ধরনের আজেবাজে চিন্তা করা যাবে না।

অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট তৈরিতে সাজেশন/করণীয়

  • নিজে প্রোডাক্ট রিভিউ/কনটেন্ট লিখতে না পারলে কনটেন্ট রাইটার হায়ার করে নিতে পারেন।
  • দ্রুত সফলতার জন্য অর্থাৎ সাইটের অথোরিটি বাড়াতে রিলেভ্যান্ট অথোরিটি সাইট হতে backlink কিনতে পারেন।

আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা:

  • একটা প্রতিষ্ঠিত আমাজন এফিলিয়েট সাইট হতে আজীবন ইনকাম করা যায়।
  • একটি বুদ্ধি খাটিয়ে, যারা নতুন এফিলিয়েট মার্কেটার তারাও kgr কি-ওয়ার্ড দ্বারা খুব 2-3মাসে অল্প সময়ে সাইট rank করাতে পারে। এতে অল্প সময়ে সাইট হতে ইনকাম করতে পারে।
  • এছাড়াও, গুগল এডসেন্স হতেও আজীবন ইনকাম করা যায়।

এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন

বর্তমান সময়ে সর্বাধিক জনপ্রিয় আয়ের উৎস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।  এ সেক্টরে সফলতা পেলে ভাল আয় সুনিশ্চিত। তবে মনে রাখবেন, যখন আপনার সাইট ইনফরমেটিভ হবে, ভিসিটরদের জন্য কাজে আসবে, কেবল তখনই সাইট জনপ্রিয় হওয়া শুরু করবে এবং ভাল একটা আর্নিং শুরু হবে। তাই কন্টেন্ট এর দিকে খুব ভাল নজন দিতে হবে। অন্যভাবে বলতে গেলে-
content is king, king has Golden throne.

অ্যাফিলিয়েট মার্কেটিং PDF:

এফিলিয়েট মার্কেটিং pdf গুলোর মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই বিদেশী ভাষায়। শীঘ্রই, আপনাদের প্রয়োজনের তাগিদে বাংলা ভাষায় আমি এই সর্বপ্রথম অ্যাফিলিয়েট মার্কেটিং pdf বইটি
সবাইকে উৎসর্গ করব আমার edu সাইটে।
এফিলিয়েট মার্কেটিং pdf Dowload link with checklist: PoragEducation এ পাওয়া যাচ্ছে।

Affiliate Marketing Bangla Tutorial:

আপনি যদি ব্লগ পড়ে ঠিকভাবে না বুঝতে পারেন, সেজন্য বিকল্ল হিসেবে রয়েছে ১৫ পর্বের লাইভ প্রজেক্ট সিরিজ ভিডিও টিউটোরিয়াল। কি? অবাক হচ্ছেন, Affiliate Marketing Bangla ভাষায়!!! তাও প্রিমিয়াম কোয়ালিটি!!! তো বন্ধুরা, আপডেট সব ভিডিও লিংক পেতে subscribe করুন-
Update Guides ইউটিউব চ্যানেলে ও ফেচবুক পেজে।

আমাজন এফিলিয়েট কোর্স উদ্দেশ্য/ কোর্স হতে যা যা শিখতে পারবেন

  • একটি ওয়েবসাইট কিভাবে create করে ও কি কি করতে হয় তা পুরোপুরিভাবে জানতে পারবেন।
  • বিগেনাররা এফিলিয়েট মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর সম্পর্কে সহজবোধ্য পূর্ণ ধারণা পাবেন।
  • এক্সপার্টরা আরও এক্সপার্টাইজ হতে পারবেন।
  • ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর একটা কম্পলিট ধারণা ও প্রোপার গাইডলাইন পাবেন।
  • অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করার উপায় জানতে পারবেন এবং হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

অল্প সময়ে এডভান্স মার্কেটার হওয়ার এডভান্স পেইড কোর্স কালেকশনঃ
দেশি+বিদেশী সেরা সেরা সব ডিজিটাল মার্কেটারদের নিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় এফিলিয়েট মার্কেটিং সহ ডিজিটাল মার্কেটিং এর অন্যান্যা সেক্টর এর একটা পেইড কোর্স প্যাকেজ কিনতে আমার সাথে যোগাযোগ করেন।

[জানি, আমার মত এভাবে কেউ গোপন ট্রিকগুলো শেয়ার করে না এবং পেইড প্যাকেজ এত সস্তায় কেউ বিক্রি করে না। আর হ্য, আমার এ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটি বা অন্যান্য আর্টিকেল/পোস্টগুলো যদি ভাল লাগে এবং একটুও যদি ভালবাসা থাকে তবে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিয়ে পোস্ট গুলো fb তে শেয়ার দিবেন„ধন্যবাদ]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker